শ্রাবণ মাসের ৫ সোমবার থাকছে বিশেষ যোগ, জেনে নিন কোন কাজগুলি করলে সাফল্য পাবেন

হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়। প্রতি সোমবার পুরুষ এবং মহিলারা শিবের পুজো করে থাকেন। শ্রাবণ মাস পুন্যার্থীদের বিশেষ সময়। শ্রাবণ মাসে প্রতি সোমবার মহাদেবের আরাধনা করলে জীবনে সাফল্য লাভ হয়।
শুধুমাত্র প্রতি সোমাবার পুজোয় নয়, ব্রত-উপাসনার জন্য এই মাস গুরুত্বপূর্ণ। জুলাই মাসের ১৮ তারিখ অর্থাৎ আগামী সোমবার থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে। শেষ হবে ১৭ অগস্ট। এই বছর শ্রাবণ মাসে ৫ দিন সোমবার পরেছে। ওই দিনগুলোতে থাকছে বিশেষ যোগ। জেনে নিন কোন কোন দিনগুলো কী কাজ করলে সাফল্য পাবেন।
শ্রাবণ মাসের প্রথম সোমবার ১৮ জুলাই থাকছে রবি ও পঞ্চমী তিথির যোগ। ওই দিন কোনও গ্রহ দোষ বা কোষ্ঠীতে উপস্থিত কোনও অশুভ দোষ থাকলে কাটতে পারে সেদিন। দ্বিতীয় সোমবার, ২৫ জুলাই থাকছে প্রদোষ ব্রত। যার ফলে ওই দিন শিবের উপাসনা করলে কাটতে পারে মাঙ্গলিক দোষ। তৃতীয় সোমবার, ১ অগস্ট ওইদিন আপনার আর্থিক উন্নতি হতে পারে। কারণ সেদিন শিব ও গণেশ পুজো একসঙ্গে পরেছে।
চতুর্থ সোমবার, ৮ অগাস্ট এই দিন থাকছে রবি সহায়। যার জন্য ওই দিন কোনও শুভ কাজ থাকলে বিনা বাঁধায় সম্পূর্ণ হবে। শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ ১৫ অগস্ট, এই দিন যে কোনও শুভ অনুষ্ঠানের জন্য উত্তম। শাস্ত্র মতে শত্রু নাশ ও গৃহ শুদ্ধির জন্য এই তিথি শুভ।