এবারের মহাশিবরাত্রিতে তৈরি হচ্ছে বিশেষ ত্রিগ্রহী যোগ, লাভবান হবেন এই ৪ রাশি, পূর্ণ হবে সকল মনস্কামনা

আগামী ১৮ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। শিবকে সমর্পিত এই উৎসব সারা ভারতে পালিত হয়। এদিন উপবাস থেকে ও শিবের পুজো করে নিজের মনস্কামনা পূরণের প্রার্থনা করেন ভক্তরা। এ বছরের শিবরাত্রিতে একাধিক দুর্লভ যোগ তৈরি হচ্ছে। একদিকে যেমন শিবরাত্রি তিথিতেই শনি প্রদোষ ব্রত থাকবে, তেমনই এই দিনই তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ। এর ফলে একাধিক রাশির জাতকের জীবনে উন্নতি দেখা দেবে।
১৭ জানুয়ারি থেকে এই রাশিতে কর্মফলদাতা শনি বিচরণ করছেন। ১৩ ফেব্রুয়ারি এই রাশিতে প্রবেশ করবেন গ্রহরাজ সূর্য। এবার ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিনে চন্দ্র এই রাশিতে প্রবেশ করবে। যার ফলে কুম্ভ রাশিতে শনি, সূর্য ও চন্দ্রের মিলন হবে। সূর্য ও চন্দ্রের মধ্যে মিত্রতার সম্পর্ক রয়েছে। কিন্তু শনির সঙ্গে সূর্য ও চন্দ্রের শত্রুতার সম্পর্ক বর্তমান। মহাশিবরাত্রিতে এই তিন গ্রহের মিলন দুর্লভ। এই তিথিতে ৪ রাশির জাতকরা লাভবান হবেন।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কুম্ভ রাশি
শনি এই রাশির অধিপতি। অতএব শনি প্রদোষ ব্রত ও মহাশিবরাত্রি তিথিতে কুম্ভ রাশির জাতকদের সময় ভালো কাটবে। শিবরাত্রির দিনে শিবের জলাভিষেক করুন। দান-পুণ্য করবেন। এর ফলে আপনাদের কাঙ্খিত ইচ্ছা পূর্ণ হবে। কেরিয়ার, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে শুভ ফলাফল লাভ করতে পারবেন। এই তিথিতে শিবের পুজো করলে বিবাহে আগত বাধা দূর হবে।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতকদের ওপর শিবের আশীর্বাদ থাকে। মঙ্গল এই রাশির অধিপতি। মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে জল নিবেদন করলে ব্যক্তির ভাগ্যোদয় হতে পারে। পাশাপাশি মানসিক স্বস্তি পাবেন এই রাশির জাতকরা। নিজের মধ্যে একটি শক্তি অনুভব করবেন আপনারা। তাই মহাশিবরাত্রি তিথিতে শিবের আশীর্বাদ পেতে পুজো করুন। এ দিন শনি প্রদোষ ব্রত থাকায় শনির পুজো করেও সুফল পেতে পারেন। আপনাদের উন্নতির পথ প্রশস্ত হবে।
মকর রাশি
শিবরাত্রি তিথিতে শুভ ফলাফল পেতে পারেন এই রাশির জাতকরা। এই রাশির অধিপতি গ্রহ শনি। মহাশিবরাত্রির দিনেই আবার শনি প্রদোষ ব্রত থাকবে। এই তিথিতে মকর রাশির জাতকদের অর্থ ও ব্যবসায় বৃদ্ধি হবে। পরিবারের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আবার কোনও সুসংবাদও পেতে পারেন এই রাশির জাতকরা। মহাশিবরাত্রিতে শিবের পুজো করতে ভুলবেন না।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের ওপর শিবের বিশেষ আশীর্বাদ থাকে। ত্রিগ্রহী যোগের ফলে লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। মেষ আবার শিবের প্রিয় রাশি। মেষ রাশির জাতকদের সমস্ত মনস্কামনা পূরণ হতে পারে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং তাতে সাফল্য লাভ করবেন। শিবের জলাভিষেক বা উপাসনা করতে ভুলবেন না।