জ্যোতিষশাস্ত্র

তৈরি হচ্ছে বিশেষ সংযোগ, শনির সাড়েসাতি দশা থেকে রেহাই পেতে আগামীকাল অবশ্যই করুন এই উপায়গুলি

যদি আপনি শনির দশার কারণে সমস্যায় ভোগেন বা শনির সাড়েসাতি, আড়াইয়ে পীড়িত হন, তাহলে আগামীকাল কিছু উপায় করে দেখুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এদিন কিছু অদ্ভূত সংযোগ তৈরি হচ্ছে যার ফলে শনির সাড়েসাতি ও আড়াইয়ের দশায় পীড়িত জাতক-জাতিকারা কিছু উপায় করলে সুফল পাবেন। বর্তমানে স্বরাশিতে গোচর করছে শনি। পাঁচ রাশির ওপর বিশেষ দৃষ্টি রয়েছে শনিদেবের। কর্কট ও বৃশ্চিক রাশির জাতকরা শনির আড়াইয়ে ত্রস্ত। অন্যদিকে ধনু, মকর ও মীন রাশির জাতক-জাতিকাদের জীবন সাড়েসাতির প্রভাবে জর্জরিত। তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো দিন হল আগামীকাল অর্থাৎ ১৮ মার্চ।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামীকাল, ১৮ মার্চ চৈত্র কৃষ্ণ পক্ষের একাদশী তিথি। এদিন শ্রবণ নক্ষত্রের প্রভাব থাকবে। এই নক্ষত্রের অধিপতি হলেন স্বয়ং শনিদেব। এর পাশাপাশি এদিন শিবের যোগও রয়েছে। শিবকে শনি নিজের গুরু মনে করেন। এই যোগ শিবের সঙ্গে সম্পর্কযুক্ত। শনি বিষ্ণুর অবতার কৃষ্ণের উপাসক। এদিন তাই বিষ্ণুর পুজো করেও শনির প্রকোপ কম করা যায়।

কীভাবে তুষ্ট করবেন শনিদেবকে?

  • অসুস্থ, রোগীদের ফল বিতরণ করুন। এ দিন কুষ্ঠ রোগীদের সেবা করলে শনি প্রসন্ন হবেন।
  • শনিবার অসহায় ব্যক্তিদের মোটা অন্ন দান বিশেষ ফলদায়ী।
  • শনিকে খুশি করার জন্য তাঁরমন্ত্র জপ করুন। মন্ত্রটি হল ওম শং শনিশ্চরায় নমঃ।
  • এই তিথিতে যে ব্যক্তি সূর্যোদয়ের পর অশ্বত্থ গাছের পুজো করে জল অর্পণ করে তেলের প্রদীপ জ্বালাবেন, তাঁরা শনির আশীর্বাদ লাভ করতে পারবেন। শনির বক্র দৃষ্টির প্রভাব থেকে মুক্তি পেতে পারেন তাঁরা। অশ্বত্থ গাছের পুজো করলে শনি শীঘ্র প্রসন্ন হন।
  • এই তিথিতে শনি চালিসা পাঠ করলেও তাঁর অশুভ প্রভাব কম করা যায়।
  • সকালে তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিন। তার পর একটি বাটিতে সর্ষের তেল নিয়ে তাঁদের নিজের মুখ দেখুন। এই তেলটি কোনও অসহায় ব্যক্তিকে দান করে দিন। এর ফলে শনি প্রসন্ন হন এবং সমস্ত বাধা থেকে মুক্ত করেন।
  • দরিদ্র, অসহায় ব্যক্তিদের কালো কম্বল দান করুন।
  • আগামীকাল শুভ শিব যোগ থাকছে। থা কালো তিল মেশানো জল দিয়ে শিবের অভিষেক করুন। এর ফলে ব্যক্তি সমস্ত রোগ থেকে মুক্তি পেতে পারেন। পাশাপাশি শিবের আশীর্বাদে শনির রোষ কমবে ও আর্থিক অনটন থেকে মুক্তি লাভ করা যাবে।

Related Articles

Back to top button