জ্যোতিষশাস্ত্র

বাড়িতে নিত্য ঝগড়া-অশান্তি লেগেই চলেছে? শান্তি ফেরাতে ও নেগেটিভ এনার্জি দূর করতে মেনে চলুন এই ৭টি পন্থা

বাড়ি হল সবথেকে শান্তির জায়গা। সারাদিন বাইরে খাটুনির পর সকলেই চান বাড়ি গিয়ে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে। কিন্তু বাড়িতে ঢুকলেই যদি শান্তির ব্যাখাত ঘটে বা বাড়িতে পা দেওয়া মাত্রই যদি ঝগড়া-অশান্তি লেগে থাকে, তাহলে আর মানুষ যাবে কোথায়! জীবনে ভালো থাকা, শান্তিতে থাকার জন্য বাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে দূর করা দরকার। তা না হলে শান্তি ফিরবে না।

বাড়ি থেকে কীভাবে নেগেটিভ এনার্জি দূর করা যায়, রইল বেশ কয়েকটি পন্থা-

১। ধূপকাঠি জ্বালান: বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে হালকা ধূপকাঠি জ্বেলে দিন। এর ধোঁয়া অনেকেরই অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। এমন জায়গায় ধূপকাঠি জ্বালতে পারেন, যাতে নাকে ধোঁয়া না যায়। 

২। প্রদীপ জ্বালান: বাড়ির প্রধান দরজার পাশে একটি প্রদীপ জ্বেলে রাখুন। তাতে মা লক্ষ্মীর কৃপা থাকবে বাড়ির উপরে। এতে নেগেটিভ এনার্জি অনেকটাই দূর হবে বাড়ি থেকে।

৩। ঘণ্টা বাজান: সকালে আর বিকেলে বাড়িতে কিছু ক্ষণের জন্য ঘণ্টা বাজান। বিশেষ করে পুজোর সময়ে এই ঘণ্টা বাজান। তাতে নেগেটিভ এনার্জির মাত্রা কমবে। 

৪। ওষুধপত্র অগোছালো করে রাখবেন না: এই বিষয়টিকে অনেকেই পাত্তা দেন না। কিন্তু বাড়ির এখানে ওখানে ওষুধপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখলে তার থেকে প্রচুর নেগেটিভ এনার্জি ছড়ায়। মনের উপর প্রভাব পড়ে। এমন কাজ কখনও করবেন না। 

৫। শোওয়ার ঘরের আয়না ঢেকে দিন: অনেকেই শোওয়ার ঘরে আয়না রাখেন। কিন্তু রাতে ঘুমোনোর সময়ে এই আযনা ঢেকে দিন। তাতে নেগেটিভ এনার্জি কমবে। রাতে ঘুমোনোর সময়ে আয়না খুলে রাখা বাস্তুমতে মোটেই ভালো কাজ নয়। 

৬। নুন: বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে নুনের কোনও তুলনা হয় না। বাথরুমে একটি পাত্রের মধ্যে কিছুটা সামুদ্রিক লবণ রাখুন। সবচেয়ে ভালো হয়, যদি পাত্রটি কাচের হয়। 

৭। তুলসী গাছ: বাড়ি থেকে নেগেটিভ এনার্জি তাড়াতে বাড়ি যত দূর সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তার সঙ্গে বাড়িতে একটি তুলসী গাছ লাগান। এই গাছ বাড়ি থেকে নেগেটিভ এনার্জি তাড়াতে খুব সাহায্য করে। 

debangon chakraborty

Related Articles

Back to top button