জ্যোতিষশাস্ত্র

Vaastu Tips: বাড়ির সদর দরজা ঠিক কীরকম রাখবেন যাতে ফিরতে পারে আপনার ভাগ্য?

নিজেদের বাড়ি সুন্দর করে সাজাতে আমরা সকলেই চাই। কিন্তু বাড়ি সাজাতে গিয়ে কিছু কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। যারা বাস্তুশাস্ত্রে বিশ্বাস করেন তারা বাড়ির সদর দরজা কে অত্যন্ত গুরুত্ব দেন। আসুন আজ জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র মতে দরজা কী রকম হওয়া উচিত যাতে সৌভাগ্য আপনার ঘরে সহজেই প্রবেশ করতে পারে।

আপনার বাড়ির সদর দরজা যদি উত্তর-পূর্ব দিক করে হয়ে থাকে তাহলে এটি সবচেয়ে ভালো। কারণ সূর্যের আলোর সঙ্গে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি এতে বাড়িতে ঢোকে।

বাস্তুশাস্ত্র মতে উত্তর দিকে সদর দরজা তৈরি করলে ঘরে অনেক ধনসম্পত্তি ও সৌভাগ্য আসে। তাই উত্তর দিক সদর দরজা তৈরি করার অন্যতম সেরা দিক। এছাড়া আপনি যদি পূর্ব দিকে বাড়ির সদর দরজা করেন তাহলে ও তা ভালো ফল দেয়। এতে বাড়িতে আমোদ উল্লাস বজায় থাকে।

সদর দরজা তৈরি করার জন্য কাঠই ভালো। দরজা যদি দক্ষিণ দিকে মুখ করে হয় তাহলে তাতে কাঠের ধাতু সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার করা উচিত। সদর দরজা পশ্চিম দিকে হলে তাতে ধাতু ব্যবহার করা উচিত। দরজার অবস্থান উত্তর দিকে হলে তাতে রুপালি রং করা উচিত। সদর দরজার রং খয়েরি বাদামি সবুজ লাল ইত্যাদি করতে পারেন কিন্তু কখনো কালো করবেন না।

সব সময় সদর দরজার সামনে একটি উজ্জ্বল আলো রাখবেন তবে তা যেন লাল রঙের আলো না হয়। সদর দরজা কখনো অন্ধকার করে রাখবেন না।

সদর দরজার উল্টোদিকে কখনো আয়না রাখবেন না। কোনোদিনও ভুল করে সদর দরজার সামনে ডাস্টবিন রাখবেন না। সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।

debangon chakraborty

Related Articles

Back to top button