নতুন বছর কেমন যাবে? জেনে নিন ২০২১-এর রাশিফল!

নতুন বছর আসতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। চলতি বছর অর্থাৎ ২০২০ সত্যিই প্রত্যেকটা মানুষের জীবনেই বিষাক্ত বছর ছিল। তাই আগামী বছর অর্থাৎ ২০২১ নিয়ে আমাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা। আমাদের সঙ্গে কী হতে চলেছে আগামী বছর আসুন জেনে নেওয়া যাক রাশিফলের মাধ্যমে।
মেষ: ২০২১ এর শুরু থেকেই এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত ভালো সময় কাটাবেন। বন্ধু থেকে আত্মীয় সকলের সঙ্গে দারুণ সময় কাটবে। অর্থের দিক থেকেও প্রবল উন্নতি হবে এবং প্রেম ভাগ্যও তুঙ্গে থাকবে। তবে কাজের দিকে মনোনিবেশ বাড়াতে হবে।
বৃষ: এই রাশির জাতক-জাতিকারা শুধুমাত্র ভাগ্যের জোরে এই বছরে অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। যাদের সৃজনশীল ক্ষমতা রয়েছে তাদের জন্য এই বছর অত্যন্ত ভালো। তবে এই রাশির জাতক-জাতিকাদের সুসময় শুরু হচ্ছে ২০২১-এর সেপ্টেম্বর মাস থেকে। দাম্পত্য এবং প্রেম জীবন দুটোই ভালো কাটবে ২০২১ এ।
মিথুন: পুরনো সংঘাত কাটিয়ে সুসময়ের দিকে যাবেন এই রাশির জাতক-জাতিকারা। যারা বিয়ে করতে চান তারা এই বছরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। আর্থিক বিনিয়োগ এর দিক থেকেও এই বছর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য এই বছর সুসময় এনে দেবে।
কর্কট: ২০২১ এর শুরুটা হয়তো অতটা ভালো হবে না কারণ এই রাশির জাতক-জাতিকাদের ২০২১ এর শুরুতেই অনেকটা পরিশ্রম এবং লড়াই করতে হতে পারে। খরচ বাড়বে। প্রেমের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে এবং দাম্পত্য জীবনেও সংঘাত দেখা দিতে পারে। তবে যারা কেরিয়ার নিয়ে চিন্তিত তারা নিশ্চিন্ত থাকতে পারেন কারণ তাদের কেরিয়ারে স্থায়িত্ব আসবে।
সিংহ: আপনাকে ২০২১ এ বেশ কিছু বড় সিদ্ধান্ত নিতে হতে পারে আর এই সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনি নিজের জেদি মনোভাব বজায় রাখবেন। নিজের পরিবারের প্রতি মনোযোগ দিয়ে আপনি বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন। বিবাহিত জীবন এবং কেরিয়ারের মধ্যে সংঘাত দেখা দিতে পারে এবং তার সমাধান করাই আপনার কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে বিলাসিতা জায়গা করে নেবে।
কন্যা: এই রাশির জাতক জাতিকাদের জন্য ২০২১ সালে কোন বড় সুখবর আসতে চলেছে। নতুন কিছু করে দেখানোর তাগিদে এই রাশির জাতক-জাতিকারা বহুদূর পর্যন্ত এগিয়ে যাবেন। কেরিয়ারের জন্য এই বছর অনেক সুযোগ আসবে।
তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের কাছে ২০২১ তাদের জীবনের অন্যতম সফল বছর হিসেবে গণ্য হতে চলেছে। ব্যাক্তিগত জীবনে এই বছর আপনাকে অনেকটাই সাফল্য এনে দেবে। এই বছর আপনাকে অনেক কম বাধা-বিপত্তি পার হতে হবে। কাজের জায়গায় প্রবল উন্নতি এবং বেতন বৃদ্ধি হতে পারে। বিবাহিত জীবন সুখের হবে। তবে মায়ের ও নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
বৃশ্চিক: এই বছরটা আপনার ভালো মন্দ মিশিয়ে যাবে। যে কাজে হাত দেবেন তাতে অনেকটা সাহস যোগাতে হবে। আর্থিকভাবে প্রবল উন্নতি হবে। এই বছর আপনার প্রেমের সম্পর্কের জন্য খুব ভালো। অবিবাহিতরা এই বছর কোন বড় সুখবর পেতে পারেন।
ধনু: এই রাশির জাতক-জাতিকারা ২০২১ সালে বড়সড় চমক পেতে চলেছেন। সমৃদ্ধি এবং সাফল্য আপনাকে এই বছর ঘিরে থাকবে। কাজ ও পরিবারেও ভারসাম্য বজায় থাকবে তবে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।
মকর: এই রাশির এই বছরে আত্মসমালোচনার পথ ধরবেন তবে আর্থিক দিক দিয়ে একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা বিবাহিত তাদের আর্থিক ব্যাপার একটু নজর রাখুন। কাজের জায়গায় ইগো দেখালে চলবে না। পড়ুয়াদের জন্য এই বছরটা অত্যন্ত ভালো।
কুম্ভ: ২০২১ আপনাদেরকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন করাবে।বছরের প্রথম দিকে খানিকটা মুষড়ে পড়তে পারেন তবে পরের দিকে আপনাদের জন্য সব সময় আসতে চলেছে। বিয়ে ও প্রেমের ক্ষেত্রে এই বছর অত্যন্ত ভালো সময়। অবিবাহিতদের জীবনে নতুন কেউ আসতে পারে এই বছর।
মীন: এই রাশির জাতক-জাতিকারা এই বছরে মিশ্র অভিজ্ঞতার শিকার হবেন। এই বছরে কিন্তু আপনাদের খরচ বাড়বে। নতুন বন্ধু আসবে জীবনে। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে সামাজিকভাবে প্রবল উন্নতি দেখা যাবে।
২০২১ খুব ভালো কাটুক, নতুন বছরের আগাম শুভেচ্ছা।