জ্যোতিষশাস্ত্র

৫০ বছর পর বিশেষ রাজযোগ, আকস্মিক ধনপ্রাপ্তি হবে ৪ রাশির, খুলবে ভাগ্যের তালা, মিলবে অপার সুখ

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শীঘ্রই বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। ৫০ বছর পর সেই রাজযোগ তৈরি হওয়ার ফলে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের আকস্মিক অর্থলাভ হবে। ভাগ্যোদয় হবে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের। উন্নতির যোগও তৈরি হবে। ওই রাজযোগের প্রভাবে মোট চারটি রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন।

দেখে নেওয়া যাক, সেই ৪ রাশি কী কী-

সিংহ রাশি

৫০ বছর পর যে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, তাতে সিংহ রাশির জাতক-জাতিকাদের কার্যসিদ্ধি হবে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। যাঁরা এখনও চাকরি পাননি, তাঁদের জন্য এটা অনুকূল সময়। যে সিংহ রাশির জাতক-জাতিকারা ইতিমধ্যে চাকরি করছেন, তাঁরাও সাফল্য লাভ করবেন। পদোন্নতি হবে। বাড়বে বেতন। 

মেষ রাশি

মেষ রাশির যে স্থানে বিপরীত যোগ তৈরি হচ্ছে, তাতে মেষ রাশির জাতক-জাতিকাদের অনুকূল সময় শুরু হতে চলেছে। ওই বিপরীত রাজযোগের প্রভাবে মেষ রাশির জাতক-জাতিকাদের আকস্মিক অর্থলাভ হতে পারে। আগে যে বিনিয়োগ করেছেন, তা থেকে এখন লাভবান হবেন। চাকরিতে উন্নতির যোগ তৈরি হচ্ছে। যে মেষ রাশির জাতক-জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা চাকরি পেতে পারেন।

মকর রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বিপরীত রাজযোগের ফলে মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের জোয়ার আসবে। মকর রাশির যে স্থানে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, তাতে ধনপ্রাপ্তির প্রবল যোগ হবে। ধনলাভের প্রবল যোগ আছে। ব্যবসায় মুনাফা লাভ করবেন মকর রাশির জাতক-জাতিকারা। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। কার্যসিদ্ধি হবে।

তুলা রাশি

বিপরীত রাজযোগের ফলে তুলা রাশির জাতক-জাতিকারা শুভ সময় কাটাবেন। যে স্থানে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, তাতে তুলা রাশির জাতক-জাতিকারা যে কোনও কাজে সাফল্য লাভ করবেন। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন তুলা রাশির জাতক-জাতিকারা। ব্যবসায় নয়া কোনও পরিকল্পনা করলে তা সাফল্য লাভ করবে। স্বভাবতই বৃদ্ধি পাবে মুনাফা। অপার সাফল্য লাভ করবেন ব্যবসায়।

debangon chakraborty

Related Articles

Back to top button