১১০ বছর তৈরি হচ্ছে মহাসংযোগ, ফুলেফেঁপে উঠবে এই ৪ রাশি, উপচে পড়বে ধনসম্পদ

চৈত্র মাসে এবার একটি বিশেষ মহাসংযোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রায় ১১০ বছর পর সেরকম মহাসংযোগ তৈরি হচ্ছে। আগামী বুধবার অর্থাৎ ২২ মার্চ থেকে সেই মহাসংযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন জ্যোতিষীরা। সেই মহাসংযোগের ফলে কয়েকটি রাশির জাতকদের ধন-সম্পদ বৃদ্ধি পাবে।
মিথুন রাশি
গ্রহের মহাসংযোগের ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের ভালো সময় শুরু হবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের সামনে লগ্নির বড় সুযোগ আসবে। ওই সুযোগ কাজে লাগাতে পারলে মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাগ্য পালটে যাবে। নয়া কোনও চুক্তি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য মিলবে। বিভিন্ন কাজে সাফল্য লাভ করবেন।
বৃষ রাশি
চৈত্র মাসে গ্রহের মহাসংযোগের ফলে বৃষ রাশির জাতক-জাতিকারা অনুকূল ফল লাভ করবেন। হাতে টাকার অভাব হবে না। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পাবে। ভাগ্যোদয় হবে। ভাগ্যের সহায়তা পাবেন। যে কাজ আটকে ছিল, তাতে গতি আসবে। ব্যবসার বহর বৃদ্ধি পাওয়ায় অর্থের আগমন বাড়বে।
মীন রাশি
গ্রহের মহাসংযোগের ফলে মীন রাশির জাতক-জাতিকারা চৈত্র মাসে ভালো সময় কাটাবেন। বাংলা বছরের শেষটা দারুণ হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ব্যবসার বহর বৃদ্ধি পাবে। হাতে প্রচুর টাকা আসবে মীন রাশির জাতকদের। পারিবারিক জীবনে সুখ-শান্তি ফিরবে।
ধনু রাশি
চৈত্র মাসে গ্রহের মহাসংযোগের ফলে আর্থিক দিক থেকে লাভবান হবেন ধনু রাশির জাতক-জাতিকারা। ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। ব্যবসায় নয়া কোনও কাজ শুরু করতে পারেন। ধনু রাশির জাতকদের জীবনে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পেশাদারি জীবনে লাভবান হবেন ধনু রাশির জাতক-জাতিকারা।