‘সুপার সিঙ্গার’-এর মঞ্চ মাতালেন ‘গঙ্গারাম’ অভিষেক, অভিনেতার সুরের জাদুতে মুগ্ধ কুমার শানু

স্টার জলসার মিউজিক রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’ দর্শকমহলে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্রতিযোগীদের প্রত্যেক সপ্তাহের দুর্দান্ত পারফরম্যান্স মন কেড়েছে বিচারক থেকে শুরু করে দর্শকদেরও। এবার এই মঞ্চেই গান গেয়ে মাতালেন ‘গঙ্গারাম’ ধারাবাহিক খ্যাত অভিষেক বসু।
সুপার সিঙ্গার ৩-এর প্রতিযোগী শুভজিতের সঙ্গে ‘মিলন হবে কতদিনে’ গানটি গাইলেন অভিষেক। তাঁর এই গান শুনে একেবারে হতবাক সঞ্চালক যিশু সেনগুপ্ত। তিনি বলেন, “ও স্টার জলসায় গঙ্গারামের চরিত্রে অভিনয় করে, কিন্তু ও যে এত ভালো গান গায়, সেটা আমার জানা ছিল না”। অন্যদিকে অভিষেকও জানান যে কুমার শানু, কৌশীকি, সোনু নিগমের সামনে গান গাওয়ার সুযোগ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন।
যদিও কুমার শানু বলেন, “তুই বলছিস ও অভিনয় করে। কিন্তু আমার মনে হচ্ছে ও যদি গানের জগতে আসত তাহলেও খুব নাম করতে পারত”।
View this post on Instagram
চ্যানেলের তরফ থেকে এই পর্বের প্রোমো শেয়ার হতেই এই ভিডিওতে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন গঙ্গারাম-ভক্তরা। রিল লাইফে গান গায় গঙ্গারাম। কিন্তু রিয়েল লাইফেও যে অভিষেক এত ভালো একজন গায়ক তা যেন কেউ বিশ্বাসই করতে পারছে না।
বলে রাখি, ‘গঙ্গারাম’-এর আগে অভিষেককে দেখা গিয়েছিল ‘নেতাজি’ ধারাবাহিকে। এই ধারাবাহিকের জন্যও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি ছোটো থেকেই গান খুব ভালোবাসেন অভিষেক। জানা যায়, ক্লাস সিক্সে পড়াকালীন চণ্ডীগড় ঘরানার ক্লাসিক্যাল গানে তালিম নিয়েছেন অভিষেক।