ছাঁইয়া ছাঁইয়া গানে তাক লাগানো নাচ দিতিপ্রিয়ার! রানিমার নাচের ঝলক দেখে মাথা ঘুরছে নেটিজেনদের

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে আমরা সকলেই প্রায় চিনি রানী রাসমণি হিসাবে। তাকে রানী রাসমণির অবতারে দেখতেই আমরা অভ্যস্ত। তবে এবার ডান্স বাংলা ডান্সে তার যে লুক এবং নাচের স্টেপ দেখা গেল তা দেখে চোখ কপালে উঠেছে সকলের।
এর আগেও দিতিপ্রিয়াকে নাচতে দেখেছেন তাঁর অনুরাগীরা। এবার সামনে এসেছে ডান্স বাংলা ডান্সের আগামী পর্বের প্রোমো। যেখানে বানজারা লুকে বেশ নজর কেড়েছেন অভিনেত্রী।
বলিউডের সুপার হিট গান গুলির মধ্যে অন্যতম ‘ছাঁইয়া ছাঁইয়া’। ‘দিল সে’ ছবির এই গান শ্যুট হয়েছিল চলন্ত ট্রেনের উপর। এই গানে ঝড় তুলেছিলেন মালাইকা আরোরা। সেইসময় অভিনেত্রীর জন্মও হয়নি। ডান্স বাংলা ডান্সের বিচারকরা এই দিন মুগ্ধ হয়ে গিয়েছেন অভিনেত্রীর নাচে।
এমনকি বিচারক গোবিন্দা বলেই ফেলেছেন, ‘আপনাকে দেখে ডান্সার মনে হয়না। মনে হয় আপনি একজন স্টার’। এদিন দিতিপ্রিয়ার সঙ্গে পা মেলাবেন আবির চট্টোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়ও। এছাড়াও বিশেষ পর্বে উপস্থিত থাকবেন অপরাজিতা অপু’র দীপু, কৃষ্ণকলি’র নিখিল, কী করে বলবো তোমায় ধারাবাহিকের রাধিকা এবং মিঠাইয়ের সোম। এই পর্ব সম্প্রচারিত হবে ২৮ ও ২৯ আগস্ট। অপেক্ষায় সকল দর্শকবৃন্দ।