বিনোদন

“লালটুকু থাক না”, লাল শাড়ি, সঙ্গে বড় নথ, নজরকাড়া ছবিতে নেট দুনিয়ায় ঝড় তুললেন মধুমিতা

‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের সেই সাদাসিধে, চঞ্চল পাখি এখন ডানা ঝাপ্টিয়ে উড়তে শিখেছে। নিজের গতানুগতিক সাজপোশাক ছেড়ে এখন রীতিমতো বোল্ড অবতারে নিজেকে গড়ে তুলেছে। একের পর এক হট ছবি দিয়ে সে এখন প্রতিনিয়ত নেট দুনিয়া কাঁপাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন অভিনেত্রী মধুমিতা সরকারের কথাই হচ্ছে। তিনি এখন টলিপাড়ার বেশ জনপ্রিয় মুখ। তরুণ প্রজন্মের স্টাইল আইকন।

 

View this post on Instagram

 

লালটুকু থাকুক না!❤️ . 📷 @kaustavsaikia 💄@sumanmakeupartist 👗@tamashreeroy

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

ছোটো পর্দা হোক বা বড় পর্দা, সব ক্ষেত্রেই মধুমিতা নিজের সেরাটা দিয়ে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় তার ফটোশুটের ছবি দেখে অনেক পুরুষই ঘায়েল। প্রায় প্রতিদিনই কোনও না কোনও নতুন ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন অভিনেত্রী। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৭ লক্ষ ছাড়িয়েছে। সম্প্রতি আরও একটি ছবি পোস্ট করেন মধুমিতা যা দেখে মুগ্ধ হয়েছে তার অনুরাগীরা।

ছবিতে মধুমিতাকে দেখা গেছে টুকটুকে লাল শাড়িতে, সঙ্গে নাকে বড় নথ ও কপালে ছোট্ট লাল টিপ। ব্লাউজের ফাঁকে উঁকি দিচ্ছে উন্মুক্ত বক্ষ। ছবি পোস্ট করে তিনি ক্যাপশন দেন, “লালটুকু থাকুক না”। তার এই ছবি শেয়র হতেই ভাইরাল হয়ে গিয়েছে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে লাইকের সংখ্যা। তার এই মিষ্টি, সুন্দর ছবি থেকে যেন চোখ সরছে না মধুমিতার ভক্তদের।

অভিনয়ের পাশাপাশি ভ্রমণেরও শখ রয়েছে মধুমিতার। দীর্ঘদিন লকডাউনের কারণে ঘরবন্দি ছিলেন তিনি। তাই লকডাউন একটু শিথিল হতেই সম্প্রতি পাহাড় থেকে একটা ছোট্ট ট্রিপ সেরে ফিরেছেন তিনি। সেখানে গিয়েও সবসময় নিজের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তিনি। একা একা ঘুরতেই যে মধুমিতা বেশী স্বচ্ছন্দ বোধ করেন, একথা আগেও জানিয়েছেন তিনি।

শিশুশিল্পী হিসেবে ‘সবিনয়ে নিবেদন’ দিয়ে তার অভিনয় জীবন শুরু। এরপর একে একে ‘কেয়ার করি না’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘কুসুমদোলা’-এই ধারাবাহিকের মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকের মন জয় ফেলেন মধুমিতা। এরপর ‘লাভ আজ কাল পরশু’ সিনেমার মাধ্যমে শুরু হয় তার বড় পর্দায় পথ চলা। অর্জুন চক্রবর্তীর সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন বিশেষ চর্চিত হয় দর্শকমহলে। এরপর অর্জুনের সঙ্গেই তাকে দেখা যাবে হইচই প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ ‘দেবদাস ও একটি খুনের গল্প’-এ।

debangon chakraborty

Related Articles

Back to top button