রাজনীতি অতীত! পরিচালনায় মন দিচ্ছেন পাপিয়া অধিকারী, ঋতুপর্ণাকে সঙ্গে নিয়ে বানাবেন ‘মাদার ইন্ডিয়া’!

শেষমেষ ধারাবাহিকে কাজ করার পাশাপাশি ছবি পরিচালনায় মন দিলেন পাপিয়া অধিকারী। টলিউডের খুব পরিচিত ও জনপ্রিয় মুখ তিনি। আসতে চলেছে তাঁর প্রথম ছবি ‘মাদার ইন্ডিয়া’। সংবাদমাধ্যমকে নিজে তার খবর দিলেন অভিনেত্রী। তাঁর প্রথম ছবির মুখ্য চরিত্রে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। খবর তেমনটাই।
এবার এক অভিনেত্রীর পরিচালনায় কাজ করবেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী। ছবিতে মাতৃত্বের এক অন্য গল্প তুলে ধরার প্রচেষ্টায় রয়েছেন পাপিয়া অধিকারী। চিত্রনাট্য লিখছেন তিনি নিজেই। জানালেন, “এই গল্পে পতিতালয়ের মেয়েদের নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখানোর চেষ্টা করছি। অন্য মেয়েদের বাঁচানোর জন্য এই গল্পের নারী চরিত্র হয়ে উঠবেন এক একজন বীর যোদ্ধা। আবার বকুল ফুলের মতোই তাঁরা শুদ্ধ এবং মিষ্টি।” বাকিটা আপাতত উহ্য রেখেছেন পরিচালক পাপিয়া অধিকারী।
মূলত ‘মাদার ইন্ডিয়া’র গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন সুপ্রতিষ্ঠিত নারী। তাঁর জন্ম হয়েছে উচ্চবংশে। নাচে পারদর্শী সেই নারী। কিন্তু পরবর্তীতে সেই নারী চরিত্রটি পতিতালয়ের নারীদের জীবনে নিয়ে আসে মুক্তির রেশ। সেই সুপ্রতিষ্ঠিত নারীর চরিত্রেই দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই ছবিতে নিজের চরিত্র নিয়ে প্রচণ্ড উচ্ছ্বসিত অভিনেত্রী। অভিনেত্রীর কথায় তা ফুটে উঠেছে।
এই বিষয়ে অভিনেত্রী জানালেন, “পাপিয়াদির সঙ্গে অনেকদিনের সম্পর্ক রয়েছে। ওঁর কাছে এরকমই কিছু দুর্দান্ত কনসেপ্ট আশা করেছিলাম। নারী বলেই মেয়েদের নিয়ে এত একটা সুন্দর গল্প ভাবতে পেরেছেন তিনি। আমার চরিত্রে প্রচুর সেড রয়েছে। চরিত্রের জার্নি শুরু হবে একভাবে, গল্পের শেষে তা বদলে যাবে। মাতৃত্ব কী ভাবে ওই নারী চরিত্রের জীবনে উত্তরণ ঘটায়, সেখানেই গল্পের মূল সুর ধরা হয়েছে।”
অন্যদিকে এই মুহূর্তে গল্পের বাকি স্টারকাস্ট ঠিক হয়নি। তবে এরইমধ্যে একটি বিশেষ চরিত্রের জন্য রাজেশ শর্মার কথা ভাবা হয়েছে। এদিকে ‘দত্ত অ্যান্ড বউমা’ ধারাবাহিকের দরুন ছোটপর্দায় দীর্ঘদিন পর ফিরেছেন পাপিয়া অধিকারী। জানালেন ছবির শুটিংয়ের জন্য ছুটি নেবেন সিরিয়াল থেকে। সিরিয়াল থেকে ছুটি নিয়ে অক্টোবরেই ছবির শুটিং শুরু করবেন বলে ভেবে রেখেছেন অভিনেত্রী তথা পরিচালক পাপিয়া অধিকারী। তাঁর নতুন কাজ দেখার অপেক্ষায় দর্শকবৃন্দ।