“আপনাদের রোগা ও ইয়ং শ্রীলেখা!” স্লি’ম ফি’গারের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

তখনকার আর এখনকার ছবির মধ্যে মিল খোঁজার চেষ্টা করছেন। তাই পুরনো ছবি ছেড়ে ক্যাপশনে লিখেছেন, “আপনাদের রোগা ও ইয়ং শ্রীলেখা”। টলিউডের জনপ্রিয় ও পরিচিত অভিনেত্রীর ছবি দেখে প্রশংসায় ভরালেন নেটিজেনরা।
ছবিতে সবুজ পাড় সাদা শাড়ি পড়ে কোনো এক দোকানের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কিছুদিন আগেই ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে বিদেশ পাড়ি দিয়েছিলেন শ্রীলেখা। আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি “ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা” তে অভিনয় করেছিলেন তিনি।
View this post on Instagram
তা প্রদর্শিত হয়েছিল ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। চলচ্চিত্র উৎসবে একমাত্র বাঙালি তারকা হিসেবে তিনিই উপস্থিত ছিলেন। এরপর ফিরে এসে বাবার মৃত্যু সংবাদ আসে। তাতে কিছুটা ভেঙে পড়েছেন তিনি। এদিন আবার নিজের পুরনো স্মৃতি হাতড়াতে দেখা গেল তাঁকে।
এমনিতে বেশ স্পষ্টবাদী বক্তা তিনি। নিজের শর্তে নিজে বাঁচেন। যেটা ঠিক বলে মনে হয় সেটাই করেন। নিজের স্পষ্টবাদী স্বভাবের কারণে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে ইদানিং তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজর রাখলে বোঝা যাবে, বাবাকে খুব মিস করছেন অভিনেত্রী। পাশাপাশি এদিন পুরনো দিনের স্মৃতি মনে করলেন শ্রীলেখা।