‘কমরেডের মেয়ের এই পোশাকে ছবি আশা করিনি’, গোয়ার সমুদ্রতটে বি’কি’নি পরে ছবি দিতেই নেটপাড়ার নীতিপুলিশদের কটাক্ষের মুখে পর্দার ‘জুন আন্টি’

‘শ্রীময়ী’ ধারাবাহিক দিয়েই তিনি দর্শকদের আরও কাছে এসেছেন। এই ধাআরাবাহিকে তাঁর দাপুটে অভিনয় নজর কাড়ে সকলের। একদিকে ‘জুন আন্টি’ চরিত্রের জন্য অভিনেত্রী ঊষসী চক্রবর্তী যেমন অনেক প্রশংসা কুড়িয়েছেন, তেমনই আবার হাজারো ট্রোলের মুখেও পড়েছেন তিনি। এই চরিত্রটি তাঁকে যেন এক অন্য স্বত্বা দিয়েছে।
জন্মদিন সেলিব্রেট করতে গোয়ায় উড়ে গিয়েছেন ঊষসী। সেখানে সমুদ্র সৈকতে বসে বিকিনি পরে ছবিও পোস্ট করেছেন তিনি। আর তাতেই বাঁধল গোল। নেটপাড়ার নীতিপুলিশরা কটাক্ষ করতে ঝাঁপিয়ে পড়েছেন তাঁর পোস্টের উপর। এমনকি, ঊষসী বাবা প্রয়াত কমরেড শ্যামল চক্রবর্তীকে টেনে এনেও কটাক্ষ করা হল অভিনেত্রীকে।
ঊষসী যে ছবি পোস্ট করেছেন তাতে তাঁকে দেখা গেল গোয়ার সৈকতে একটি পাথরের উপর বসে থাকতে। বিকিনি পরে হাতে একটি সিগারেট ধরে পোজ দিয়েছেন অভিনেত্রী। তবে সেই সিগারেটে আগুন নেই। এই ছবি পোস্ট করে ঊষসী লিখলেন, “ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তবে সিগারেট হাতে নেওয়া একেবারেই নয়”। ঊষসীর এই পোস্টেই একাধিক মন্তব্যের ঝড় ধেয়ে এসেছে।
ঊষসীকে এভাবে দেখে অনেকেই তাঁর তীব্র নিন্দা করতে শুরু করেন। কেউ কেউ লিখলেন, “কিন্তু কমরেড শ্যামল চক্রবর্তীর মেয়ের কাছে এই পোশাকে ছবি তোলা আশা করিনি। শরীরের নিম্নাংশ আরেকটু ঢেকে রাখা উচিত ছিল”। আবার অনেকে আবার লিখেছেন, “মনে রাখবেন আপনার আলাদা একটা পরিচিতি আছে। এই পোশাক না পরেও জন্মদিন পালন করা যেত”। কারোর মতে এমন ছবি পোস্ট করার আগে ঊষসীর আরও যত্নশীল হওয়ার প্রয়োজন ছিল।
এমন নানান মন্তব্যে ভরে উঠেছে ঊষসীর কমেন্ট বক্স। কিন্তু তাতে অবশ্য পর্দার ‘জুন আন্টি’র কিছু যায় না। তিনি এতে তেমন আমল দেন না। কিন্তু তাতে কী আর বিতর্ক থামে! তবে এসব কিছু উপেক্ষা করেই ঊষসী বহাল তবিয়তে নিজের মতো করেই নিজের জন্মদিন পালন করেছেন এবং কেক কাটার ভিডিও-ও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।