ঐন্দ্রিলাকে বিয়ে করবেন না অঙ্কুশ! নিজের মুখেই জানালেন অন্য কাকে বিয়ে করতে চান অভিনেতা?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। ১০ বছরের প্রেমের সম্পর্ক ধীরে ধীরে গাঢ় হয়েছে।সকলেই জানেন আর কিছুদিনের মধ্যেই সাত পাকে বাঁধা পড়বেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। কিন্তু তাল হঠাৎ কেটে গেল। অঙ্কুশ জানিয়ে দিলেন ঐন্দ্রিলাকে তার পছন্দ না! বিয়েও তিনি করবেন না ঐন্দ্রিলাকে!
তার বদলে অন্য এক মহিলার নাম জানালেন তিনি। তিনি একেই বিয়ে করতে চান বলে জানিয়েছেন সবার সামনে।
আবার অন্যদিকে বিক্রমও জানিয়েছেন যে অঙ্কুশ যাকে বিয়ে করবেন তিনিও তাকেই বিয়ে করতে চান। কে সেই ভাগ্যবতী নারী যাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছেন দুই তারকা?
সে হল ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী ডোনা! সম্প্রতি এক এপিসোডে দেখা গেছে যে, ডোনাকে বিয়ে করবে বলে পাগল দুই তারকা। ডোনার এক হাত ধরে অঙ্কুশ টানছেন, আর এক হাত ধরে টানছেন বিক্রম, দুজনেই ডোনাকেই বিয়ে করবেন। যদিও এটা যে নিছক মজা করে তা বোঝাই যাচ্ছে।
তাই অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের অনুরাগীরা নিশ্চিন্তে থাকুন। আপনাদের প্রিয় জুটি অক্ষয় রয়েছে।