কেরলের মেয়ে, সাউথের পয়সবান ইন্ডাস্ট্রি নয়, ভালোবাসে বাংলাকে! সেই বাংলা ইন্ডাস্ট্রি কি যোগ্য সম্মান দিতে পারল তাঁকে? কোথায় এখন জনপ্রিয় সিরিয়াল নায়িকা?

কেরলের মেয়ে এসে কবেই ধরা দিয়েছে বাংলার কাছে। নাম অ্যান মেরি টম। বাংলা ধারাবাহিকের এই মুহুর্তের বেশ জনপ্রিয় একটি মুখ। যেমন মিষ্টি দেখতে তেমনই তাঁর অভিনয়। তাই রাতারাতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তবে কীভাবেই বা ধরা দিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে? আর সাউথ ইন্ডাস্ট্রি থাকতে কেন বাংলায়? আরও নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে।
এইসব প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন এক এক করে। প্রথমত জানালেন তিনি কেরল ও বাংলা দু’জায়গাতেই বড় হয়ে উঠেছেন।অর্থাৎ তাঁর জীবনের কিছুটা অংশ কেটেছে কেরলে আবার বেশ কিছুটা অংশ কলকাতায়। প্রথমে বাংলার খুব একটা ভালো কথা বলতে পারতেন না। কিন্তু এখন অনেকটাই বলার চেষ্টা করেন। আগের থেকে অনেকটা ভালই বাংলা বলেন।
বাড়িতে অবশ্যই নিজের মাতৃভাষা, মালয়ালি ভাষায় কথা বলেন। কিন্তু এই লাইনে কীকরে এলেন? সেই প্রসঙ্গে জানান, কলেজে পড়াকালীন মডেলিং করতেন তিনি। বেশ কিছু ফ্যাশন শো করেন। সেখান থেকেই বেশ কিছু অডিশনেও যান। আর তখনই তাঁর সুযোগ আসে “বীণাপাণি” ধারাবাহিকে কাজ করার। সেখান থেকেই তাঁর পথ চলা শুরু।
কিন্তু বাংলাতেই আটকে থাকার ইচ্ছে তাঁর? একদমই নয়। বরং বেশ তর তর করেই এগিয়ে যাচ্ছেন তিনি। এখন তিনি তাঁর দ্বিতীয় ধারাবাহিক নিয়ে ব্যস্ত। সেই ধারাবহিকটি হল “ফাগুনের মোহনা”। তবে এর পাশাপাশি প্রস্তুতি নিচ্ছেন বেশ বড় কিছুর জন্য।
বেশ বড় কিছু মানেই, বড় পর্দা। প্রসঙ্গত ঋতাভরী, মিমি, শ্বেতা, ঐন্দ্রিলা অনেকেই ধারাবাহিক থেকে বড় পর্দায় এসেছেন। তাই এই বিষয়টি অবাক করার মতো নয়। এবং অ্যান মেরি টম যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন সেটাও খবর পাওয়া যাচ্ছে। সূত্র অনুযায়ী পরিচালক অরিত্র বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ছবি একলব্য-তে তাঁকে দেখা যাবে। বেশ অ্যাকশন এবং রোমান্স নিয়ে এই সিনেমা।