নন্দনে জায়গা পায়নি ‘অপরাজিত’ ! চীনের চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার নিয়ে এলেন জিতু

টলিউডের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী এবং প্রযোজক অভিযোগ করেছেন তাঁরা হল বা প্রেক্ষাগৃহ পাচ্ছেন না চলচ্চিত্রটি দর্শকদের দেখানোর জন্য। প্রেক্ষাগহ পাওয়া গেলেও প্রাইম স্লট বা ঠিক সময় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অনেকে। কিন্তু এই বাংলা সিনেমায় বিদেশের মাটিতে থেকে নিয়ে আসছে একের পর এক পুরস্কার।
অনিক দত্ত পরিচালিত এবং জিতু কামাল অভিনীত ‘অপরাজিত’ চীনের চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।সাংহাই চলচ্চিত্র উৎসবের অধীনে BRICS চলচ্চিত্র উৎসব ২০২২ এই বিশেষ পুরস্কার জিতে নিয়েছে টিম অপরাজিত।
এই খুশির খবর চেপে রাখতে না পেরে, নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জিতু। বাংলায় তাকে হতাশ হতে হয়েছে কিছুটা কারণ সত্যিই রায়ের উপর নির্মিত ছবি জায়গা পায়নি তাঁরই নন্দনে। কিন্তু দেশের বাইরে থেকে যে প্রশংসা পেয়েছেন তিনি, তাতে অল্প হলেও দুঃখ ভুলেছেন।
আগামী ১২ অগাস্ট আমেরিকার ৬০ টি হলে দেখা যাবে অনীক দত্তের ছবি ‘অপরাজিত’। জিতু কামাল প্রস্তুতি নিচ্ছেন পরের ছবি ‘তিতুমীর’ জন্য। শোনা যাচ্ছে, বড় বাজেটের মুভি হতে চলেছে এটি। থাকছে ভিএফএক্স এরও কাজ ।