বিনোদন

উঠতি নায়িকার সঙ্গে মা’দ’ক নিয়ে কথা বলত আরিয়ান, হোয়াটসঅ্যাপ চ্যাটে মিলল বড় প্রমাণ

আজ, বুধবার আরিয়ান খান মামলা উঠছে আদালতে। গত সপ্তাহে টানা পিছিয়ে গিয়েছে আরিয়ানের শুনানি। তবে আজ সে জামিন পেতে পারে বলে আশাবাদী খান পরিবার ও আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে। কিন্তু এরই মাঝে এনসিবির হাতে এল নতুন তথ্য যা আরিয়ানের বিপক্ষে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
সংবাদ সংস্থা এএনআই-য়ের তথ্য অনুযায়ী, এক উঠতি নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে মা’দ’ক নিয়ে কথা বলত আরিয়ান। সেই চ্যাটের বিবরণই এনসিবির হাতে এসেছে বলে জানা গিয়েছে যা আদালতের হাতে তুলে দেওয়া হয়েছে।
তদন্তের প্রথম থেকেই আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর নজর রেখেছে এনসিবি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবী, আরিয়ান মাদক নিয়ে অনেকের সঙ্গেই কথা বলত।
মা’দ’ক পাচারকারীদের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। এমনকী, আরিয়ানের এই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই আন্তর্জাতিক যোগসূত্রও পাওয়া গিয়েছে বলে দাবী এনসিবির।
এনসিবি সূত্রের খবর, গত ২রা অক্টোবর মা’দ’ক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর জেরার মুখে পড়ে মা’দ’ক নেওয়ার কথা কার্যত স্বীকার করে নেয় আরিয়ান। সে এও জানায় যে, গত চার বছর ধরে সে মা’দ’ক নিচ্ছে।
তবে আরিয়ানের কথায়, এই ক্রুজ পার্টিতে মা’দ’ক যোগ নিয়ে তার কোনও ধারণা ছিল না। তাকে এই পার্টিতে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল।
আরিয়ানের আইনজীবীদের তরফে মুম্বইয়ের বিশেষ এডিপিএস কোর্টে তার জামিনের আবেদন করা হয়েছে। এর আগে ইতিমধ্যেই দু’বার ম্যাজিস্ট্রেট আদালত আরিয়ানের জামিনের আবেদন খারিজ করেছে। এই কারণে বিশেষ কোর্টে আবেদন জানানো হয়। আপাতত আর্থার রোড জেলে বন্দি শাহরুখ-পুত্র। নিরাপত্তার খাতিরে তাঁকে বিশেষ ব্যারাকে রাখা হয়েছে  বলে জানা গিয়েছে।

debangon chakraborty

Related Articles

Back to top button