বিনোদন

কৃতিত্ব না দিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেছেন কবিতা! জানতে পেরে কবির কাছে ক্ষমাপ্রার্থনা অমিতাভের

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় এবং জনপ্রিয় বলিউডের বিগ বি।
দেশের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় থেকে শুরু করে নতুন ছবির খবর, ভিডিও, কবিতার উদ্ধৃতিই হোক বা পারিবারিক ছবি সবকিছুই তিনি ভাগ করে নেন তাঁর টুইটার পেজে।
কিন্তু এবার এই জনপ্রিয় সোশ্যাল সাইটেই বিতর্কে জড়িয়ে পড়েছেন বিগ বি। তবে তিনি যে অমিতাভ বচ্চন। সঙ্গে সঙ্গে ক্ষমাও চেয়ে নিয়েছেন।
সম্প্রতি টুইটারে অমিতাভ নিজের একটি ছবি শেয়ার করেছিলেন, তার সঙ্গে ছিল একটি কবিতা।
আর এই কবিতা নিয়েই শুরু হয় বিবাদ। কবিতাটির আসল লেখিকা কবি টিশা আগরওয়াল। অমিতাভের টুইটে টিশা জবাব দেন, স্যার, আপনার পেজে আমার কবিতার পংক্তি উঠে আসা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আমার খুশি আর গৌরব দ্বিগুণ হত, যদি আপনি আমার নামটাও উল্লেখ করতেন। আপনার জবাবের আশায় রইলাম।
আর স্বয়ং কবিতার মালিকের কাছ থেকে বিষয়টি জানতে পেরে অমিতাভ টিশা আগরওয়ালকে তাঁর কৃতিত্ব দিতে একটুও দেরি করেননি। তিনি লেখেন, টিশা দেবী, আমি এখনই জানতে পারলাম, আমার টুইটে ব্যবহার করা একটি কবিতা আপনার লেখা। আমি ক্ষমা চাইছি, বিষয়টা জানতাম না! কেউ আমাকে Twitter বা Whatsapp-এ এটা পাঠিয়েছিল, ভাল লেগেছিল তাই প্রকাশ করেছি। আমি ক্ষমা চাইছি।
অমিতাভের এহেন আন্তরিক ব্যবহার মুগ্ধ করে কবি কে। এরপরের টুইটেই টিশা লেখেন, স্যার, আপনাকে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার মুখে আমার নাম আসা আমার কাছে গৌরব, সৌভাগ্য, খুশি আর লেখনীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এটি শুধু কৃতিত্ব দেওয়া নয়, আপনার স্নেহের প্রকাশ, যা আমার কাছে গর্ব। আমার মত এক সাধারণ মাপের লেখিকার নাম আপনার কলমে যেভাবে উঠে এল, তাতে আমার আর কিছু চাওয়ার নেই। এই অভিজ্ঞতা আমি সারা জীবন মনে রাখব।

debangon chakraborty

Related Articles

Back to top button