বিনোদন

BIG BREAKING: জেলেই থাকতে হবে রিয়া, শৌভিককে! খারিজ হল জামিনের আবেদন

জামিন পেলেন না রিয়া চক্রবর্তী ও ভাই সৌভিক চক্রবর্তী। শুক্রবার তাঁদের জামিনের আবেদন খারিজ করল সেশন কোর্ট। রিয়া ও সৌভিকের সঙ্গে মাদক কান্ডে ধৃত স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত, জায়েদদেরও জামিনের আবেদন নাকচ করা হয়েছে।

রাও বাইকুল্লা জেলেই থাকতে হবে রিয়া চক্রবর্তীকে। তালোজা জেলে রাখা হবে সৌভিক, মিরান্ডা, দীপেশ, জায়েদদের।

সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার ফের সতীশ মানশিন্ডে রিয়া ও সৌভিকের জামিনের আবেদন করবেন। ফলে আপাতত তিনদিন জেলেই ঠাঁই হচ্ছে সুশান্ত বান্ধবীর।

debangon chakraborty

Related Articles

Back to top button