প্রাক্তন প্রেমিকা অর্কজা আসছেন মিঠাইতে, গন্তব্য বদল মিঠাইয়ের সন্দীপের,এবার স্টার জলসায় আসছেন বিশ্বাবসু!

বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় মুখ বিশ্বাবসু বিশ্বাস। মিঠাই ধারাবাহিকের দৌলতে এই মুহূর্তে জনপ্রিয় মুখ তিনি। সম্প্রতি বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্দায় দেখা যাচ্ছিল না। সেই নিয়ে বেশ চিন্তিত অনুরাগীরা। তবে অপেক্ষার অবসান ঘটতে পারে অনুরাগীদের। জানা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক দেখা যাবে অভিনেতাকে।
তবে এবার গন্তব্য বদল অভিনেতার। জি বাংলা ছেড়ে স্টার জলসা অভিনয় করতে দেখা যাবে তাকে। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক সাঁঝের বাতি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে তাকে।ইতিমধ্যেই ৭৫০ পর্ব পার করা ধারাবাহিকে নতুন চরিত্রে বিশ্বাবসু কে দেখার অপেক্ষায়। নায়িকার বন্ধু যুবরাজের চরিত্রে দেখা যাবে তাকে। এই প্রসঙ্গে অভিনেতা জানান “যুবরাজ লন্ডন থেকে ফিরবে। পরবর্তীতে হয়তো নেতিবাচক চরিত্রেও পরিণত হতে পারে।”
ব্যক্তিগত ব্যস্ততার কারণে অভিনয় করতে দেখা যায়নি অভিনেতাকে। অনুরাগীদের কপালে ছিল চিন্তার ভাঁজ।ফের স্টার জলসার ধারাবাহিক ফিরতে পেরে অভিনেতার দাবি এর আগে স্টার জলসায় দু’টি কাজ করেছিলাম। তবে সেগুলি অল্প দিনের। আবার এখানে ফিরতে পেরে ভাল লাগছে।”
এমনিতেই দুই চ্যানেলের মধ্যে টি আর পি লড়াই সবসমই জমজমাট থাকে। স্টার জলসার অন্যতম তাস হতে পারে বিশ্বাবসু।পাল্টা জি বাংলার মিঠাই ধারাবাহিকে দেখা যাবে অর্কজা আচার্য কে। ওগো নিরুপমা খ্যাত অভিনেত্রী আই পি এস অফিসার বসুন্ধরা বসুর চরিত্রে অভিনয় করছেন। এখন দেখার কোন দিকের টি আর পি পাল্লা ভারী হয়।