আত্মহত্যা নাকি নাকি? অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে মুখ খুলল সিবিআই!

২০২০ সালের ১৪ই জুন তারিখটা বলিউডের খাতায় যেন এক অভিশপ্ত দিন। এদিনই মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। এই খবর রীতিমতো ঝড় তুলে দিয়েছিল গোটা ইন্ডাস্ট্রিতে। একজন প্রতিভাশালী তরুণ অভিনেতর এই পরিণতি কেন হল, এই প্রশ্নই ছিল সকলের মুখে মুখে।
সুশান্তের মৃত্যু গোটা দেশে ঝড় তুলেছিল। তা রাজনৈতিক মহল পর্যন্তও পৌঁছেছিল। কিন্তু তাঁর এই মৃত্যু আত্মহত্যা নাকি খুন, সেই উত্তর দু’বছর পরও এখনও অধরা। এই নিয়ে অনেক প্রতিবাদ হলেও এই মৃত্যু রহস্যের জট এখনও খোলেনি।
সুশান্তের মৃত্যুর তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই তদন্তের জেরে বলি দুনিয়ার তাবড় তাবড় তারকারা সিবিআই আধিকারিকদের জেরার মুখে পড়েছিলেন। সিবিআই তদন্তের পাশাপাশি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও এই মামলার তদন্ত চালাচ্ছিল।
এই মামলার তদন্ত করতে গিয়েই বলিউডের সঙ্গে মা’দ’ক যোগের দিকটি সামনে আসে। সেই ঘটনায় নাম জড়ায় সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। বেশ কিছুদিন জেলও খাটেন তিনি। তবে আপাতত তিনি জামিনে বাইরে রয়েছেন। শুধু রিয়াই নয়, এই মা’দ’ক মামলার একাধিক ধরপাকড় হয়েছে।
তথ্য জানার অধিকার আইনের আওতায় দাখিল করা হয়েছিল চারটি আরটিআই। কিনন্তু সিবিআই সেসবই খারিজ করে দিয়েছে। সিবিআই জানিয়েছে যে সুশান্ত মৃত্যু মামলার তদন্ত এখনও চলছে। এই কারণ এই সংক্রান্ত কনব তথ্য এখনই প্রকাশ করা যাবে না। তথ্য জানাজানি হয়ে গেলে তদন্ত প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে।
এদিকে, সুশান্তের মৃত্যুর কারণ আত্মহত্যা নাকি কোনও ষড়যন্ত্র, সে নিয়েও মুখ খুলতে নারাজ সিবিআই। তবে প্রয়াত অভিনেতার অনুরাগীরা এখনও আশাবাদী যে সুশান্ত বিচার পাবেন। এখনও সোশ্যাল মিডিয়ায় তাঁর বিচারের জন্য দাবী তোলেন তাঁর ভক্তমহল।