‘খড়কুটো’ ধারাবাহিকে দেখা মিলছে না মেজকা ওরফে চন্দন সেনের, দর্শকের মনে জাগছে প্রশ্ন

যৌথ পরিবারের মিষ্টি সম্পর্কের সুতোয় বাঁধা গল্প নিয়ে শুরু হয়েছে ‘খড়কুটো’ ধারাবাহিক। শুরুর থেকেই এই ধারাবাহিক সকলের মন জয় করে নেয়। সেই পরিবারের সকলের একে অপরের প্রতি ভালোবাসা, গুনগুনের চাঞ্চল্য ও গুনগুন ও বাবিনের মধ্যে প্রেম, সব মিলিয়ে এখন বেশ জমজমাট মুখার্জি পরিবার। কিন্তু এসবের মধ্যে দেখা মিলছে না মেজকা অর্থাৎ ভজন ওরফে চন্দন সেনের।
ক্যান্সারজয়ী অভিনেতার অভিনয় নিয়ে কোনও প্রশ্ন ওঠার কথাই নয়। দর্শকের মনে আলাদাই একটা স্থান করে নিয়েছেন চন্দন সেন। এই কারণে তাঁকে দীর্ঘদিন এই ধারাবাহিকে দেখতে না পাওয়ায় তাঁর স্বাস্থ্য নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। সকলেই প্রশ্ন করছেন যে ফের কোনও অঘটন ঘটল না তো।
আরও পড়ুন- প্রেমিকাকে অভিনয়ে নামাতে নিজের ফ্ল্যাট বন্ধক রাখেন অভয়, তা সত্ত্বেও অভিনেতাকে ছেড়ে চলে যান প্রীতি
তবে পরে অবশ্য খোঁজ নিয়ে জানা যায় যে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। আপাতত ব্যোমকেশের শ্যুটিং-এর জন্য উত্তরবঙ্গে রয়েছেন তিনি। ব্যোমকেশের ‘চোরাবালি’ গল্প নিয়ে ওয়েব সিরিজ তৈরি করছে এসভিএফ।
এই সিরিজে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, সুপ্রভাত রায়। অভিনেতাদের তালিকায় রয়েছেন চন্দন রায়ও। এই কারণেই ‘খড়কুটো’য়
তাঁর দেখা মিলছে না কিছুদিন যাবত। তবে খুব শীঘ্রই শ্যুট সেরে কলকাতায় ফিরছেন তিনি। আগামী সপ্তাহেই হয়তো তিনি ফের ফিরবেন ‘খড়কুটো’র শ্যুটে।
তবে আপাতত এই ধারাবাহিকে গুনগুন মিসিং। কিন্তু পুরোটাই চক্রান্ত একটা প্ল্যান। কার? গুনগুন, বাবিন ও পুটুপিসির। গুনগুনের ড্যাডিকে শাস্তি দেওয়ার জন্যই এমন পরিকল্পনা। কিছুদিন আগেই মুখ ফুটে বাবিনকে ভালোবাসার কথা জানিয়েছে গুনগুন। ফের বিয়ে করেছে তাঁরা। হয়েছে ফুলশয্যাও। আর এবারও পটকা অ্যান্ড গ্রুপ পিছনে লেগেছে নতুন দম্পতির।