বিনোদন

চরম বিপাকে কঙ্গনা! আইন ভাঙার জন্য ভাঙা হবে অভিনেত্রীর খারের ফ্ল্যাট

মহারাষ্ট্র সরকারের সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিবাদ আর কিছুতেই মিটছে না। গত বছরের সেপ্টেম্বরে একদিনের নোটিশে কঙ্গনা রানাওয়াতের পালি হিলসের অফিস ভেঙে দিয়েছিল বিএমসি। যা নিয়ে বোম্বে হাইকোর্টে মামলা করে বড়সড় জয় পেয়েছিলেন কঙ্গনা।যদিও সেই মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন।

তবে অভিনেত্রী এইবার বিপাকে পড়েছেন নিজের খারের ফ্ল্যাট নিয়ে। বিএমসি তাঁর বাসস্থানে বুলডোজার চালাতে পারে এই আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আর এতেই বিপাকে পড়েছেন অভিনেত্রী। আদালত স্পষ্ট জানিয়েছে যে, নিজের তিনটি ফ্ল্যাটকে বেআইনি ভাবে একত্র করেছেন। তাই ভাঙা পড়তে পারে তাঁর ফ্ল্যাট।

আজ সকালেই মহারাষ্ট্র সরকারকে ‘মহাবিনাশকারী’ সরকার বলে তীব্র কটাক্ষ করেছেন তিনি। তিনি টুইট করে জানিয়েছেন যে এসব মহা বিনাশকারী সরকারের জাল প্রোপাগান্ডা!তিনি কোনও ফ্ল্যাটকে জোড়েননি। পুরো বিল্ডিং টা এভাবেই তৈরি।বিল্ডিং এর প্রতি তলায় একটা করে অ্যাপার্টমেন্ট রয়েছে এবং তিনি সেই অবস্থাতেই ফ্ল্যাটটা কিনেছিলেন।বিএমসি ওই বিল্ডিং এর মধ্যে একমাত্র কঙ্গনাকে হয়রান করে চলেছে। এর পাল্টা হিসাবে তিনি উচ্চ আদালতে যাবেন।

কিন্তু সিভিল আদালতের বিচারক এল এস চৌহান জানিয়েছেন যে এইভাবে তিনটি ফ্ল্যাটকে জুড়ে নিকাশি ব্যবস্থা এবং কমন প্যাসেজকে বদলে দিয়েছেন কঙ্গনা। আরও অনেক পরিবর্তন করেছেন তিনি। এর ফলে ওই বিল্ডিংয়ের অনুমোদিত প্ল্যান গুরুতর ভাবে লঙ্ঘন করা হয়েছে। তাই ভাঙা পড়তে পারে তাঁর ফ্ল্যাট।

debangon chakraborty

Related Articles

Back to top button