বিনোদন

মদ হাতে নেশায় চুর দীপিকা! বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বিজ্ঞাপন

মাদক কাণ্ডে সরগরম বলিউড। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নয়া মোড় নিয়েছে মাদকের খবর প্রকাশ্যে আসতেই। একে একে নাম জড়িয়েছে বিভিন্ন তারকা অভিনেত্রীদের। বাদ নেই বলিউডের পদ্মাবতী দীপকা পাডুকোনের (Deepika Padukone) নামও। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে যায়। সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুল প্রিত সিং এর পর দীপিকার নামও জড়িয়ে যায় মাদক কাণ্ডে (drugs)। তাঁকেও সমন পাঠায় নারকোটিক কন্ট্রোল ব্যুরো (NCB)। শনিবার সেখানেই হাজিরা দিতে যান অভিনেত্রী।

বিজ্ঞাপন

ইতিমধ্যে এই পরিস্থিতিতেই দীপিকার একটি ভিডিও(video) প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি (viral)। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে দীপিকা পানীয়ের গ্লাস হাতে নিয়ে হাল্কা মেজাজে রয়েছেন। হাসতে হাসতে বলছেন “ইয়ে আয়া পুলিস”। অর্থাৎ এই পুলিশ চলে এসেছে।

বিজ্ঞাপন

দুরন্ত গতিতে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দীপিকাকে সম্পূর্ণ নেশাগ্রস্তই লেগেছে। আর এই সময়ে ওই ভিডিও প্রকাশ্যে আসতে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে ওই ভিডিও। এখনও অবধি তিন লক্ষ ভিউ অতিক্রান্ত ভিডিওটির। ভিডিওটিতে অভিনেত্রীকে অসংলগ্ন দেখে মানুষ নানারকম মত পোষণ করছেন।

বিজ্ঞাপন

https://www.instagram.com/p/CFgsnruh1el/?utm_source=ig_web_copy_link

বিজ্ঞাপন

প্রসঙ্গত শনিবার সকাল ১১টা নাগাদ NCB দফতরে পৌঁছান অভিনেত্রী। তাঁকে আলাদা বসিয়ে দু ঘন্টা ধরে তাঁর জেরা করেন নারকোটিক দফতরের অধিকারীরা। আর এই জেরার মধ্যেই ভেঙে পড়েন তিনি। কেঁদেও ফেলেন একাধিকবার। প্যানিক অ্যাটাকও হয় তাঁর। জেরার মুখে পড়ে তিনি স্বীকার করেন ম্যানেজার করিশ্মার সঙ্গে মাদক নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলেছেন তিনি। এবং যে গ্রুপে কথা হয়েছে সেই গ্রুপে তিনিই অ্যাডমিন এ কথাও স্বীকার করেন। এরপর NCB আধিকারিকরা তাঁর ফোন বাজেয়াপ্ত করেন। সারা, শ্রদ্ধা, রকুল তাঁদেরও ফোন পরীক্ষা নিরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে দফতর থেকে। তবে মাদক নিয়ে কথা হলেও মাদক নেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন দীপিকা। তিনি বলেছেন তিনি ধূমপান (smoke) করেন৷ কিন্তু কখনওই মাদক গ্রহণ করেননি। তিনি খুবই স্বাস্থ্য সচেতন।

বলিউডের অভিনেতা অভিনেত্রীদের মাদক যোগ নিয়ে মাঝেমধ্যেই সংবাদমাধ্যম সরগরম হয়ে ওঠে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আবারও নতুন করে এই মাদক সংক্রান্ত খবর সংবাদ শিরোনামে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading