বিনোদন

কল্পতরু রচনা ব্যানার্জি! মস্ত বড় টাকার গাছ নিয়ে দিদি নং ওয়ানে চলে এলেন রচনা, ভাইরাল হলো নতুন প্রোমো

টেলিভিশনের অন্যতম বিনোদনের কেন্দ্র হল দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শো। রচনা ব্যানার্জীর সঞ্চালনায় প্রতিদিন ৪ জন করে ফিরে আসেন এবং তাদের জীবনের নানা সুখ এবং দুঃখের কাহিনী বলে যান সকলের সামনে। সেই সঙ্গে থাকে নানা মজার খেলা। কিন্তু মানুষ এটা কখনোই ভাবতে পারেনা তা করে দেখালো এই শো। টাকার গাছ নিয়ে হাজির হলেন রচনা ব্যানার্জি। অবাক লাগছে তো?
সিজেন ৮  আজ শেষ হয়ে যাচ্ছে। আজ বিকেলেই অনুষ্ঠিত হবে সিজেন ৮ এর গ্রান্ড ফিনালে। আর আগামীকাল অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে এর দিনেই শুরু হচ্ছে দিদি নং ১ সিজেন ৯। তার একটি প্রোমো এলো সামনে। তাতে দেখা গিয়েছে আস্ত একটা টাকার গাছ রয়েছে। টাকার গাছ থেকে ঝুলে রয়েছে শুধুই টাকা। সেই টাকা পেড়ে নিতে পারলেই সেটা হয়ে যাবে প্রতিযোগীর।
সন্দীপ্তা সেন লাফিয়ে লাফিয়ে টাকার গাছ থেকে ২৫০০ টাকা পেড়ে নিয়েছেন নাকি আবার। এদিকে রানিমা খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া থেকে এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের উর্মি অর্থাৎ অন্বেষা সকলেই রয়েছেন সেই প্রোমোতে। তাঁদেরকে একটি বড় সুপার মার্কেট ঘুরে ঘুরে ট্রলি ভর্তি জিনিসপত্র নিতে দেখা যাচ্ছে।
অর্থাৎ অষ্টম সিজন শেষ হচ্ছে বলে মন খারাপের কিছু নেই। আগামীকাল থেকে একেবারে নতুন রঙে এবং নতুনভাবে আসছে নবম সিজন। এমন অদ্ভুত প্রোমো দেখে উচ্ছ্বসিত দর্শকরাও।

debangon chakraborty

Related Articles

Back to top button