বিনোদন
শুরুতে শ্বাসকষ্ট থাকলেও এখন অনেকটাই সুস্থ পর্দার রানী মা! আগামী সপ্তাহে কাজে ফেরার পরিকল্পনা

করোনার হানা তাঁকেও গ্রাস করেছে। সপরিবার মহামারীর কবলে পড়েন পর্দার রাণীমা ওরফে দিতিপ্রিয়া রায়। কেমন আছেন তিনি? জানতে উৎসুক তাঁর ভক্তকুল। জানালেন, প্রথম দিকে একটু শ্বাসকষ্ট থাকলেও এখন অনেকটা সুস্থ তিনি। শুধুমাত্র শারীরিক দুর্বলতা রয়েছে।এখনও বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। বাবা মা ও তার পোষ্য পপকর্নের সঙ্গেই সময় কাটছে তাঁর।
দিতিপ্রিয়া জানিয়েছেন, এই সপ্তাহের শেষেই করোনা টেস্ট করাবেন, নেগেটিভ রিপোর্ট হাতে পেলেই আগামী সপ্তাহে শুটিং ফ্লোরে পা রাখবেন তিনি।
আরও পড়ুন- গোলাপি অন্তর্বাসে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, মুমতাজের হট ট্যাটু নজর কাড়ছে নেটিজেনদের
এই কোয়ারেন্টাইন পিরিয়ডে দিতিপ্রিয়ার সঙ্গী তাঁর পপকর্ন ও মোবাইল ফোন। মাঝেমধ্যে খুনসুঁটিও করছে পপকর্ন। অন্যদিকে দিতিপ্রিয়ার চোখ ফোনের দিকেl