মুম্বাই পুলিশের গাফিলতি, সুশান্তের ভিসেরার মাত্র ২০ শতাংশ এইমসের কাছে, তৈরি হয়েছে সমস্যা!

সুশান্ত সিং রাজপুতের(Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় ফের উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মুম্বাই পুলিশ(Mumbai Police) যে কতটা অমনোযোগী ছিল এই মৃত্যু তদন্তে তা ফের প্রমাণিত হল। দিল্লির এইমসে(AIIMS) অভিনেতার মৃতদেহের যে ভিসেরা(Viscera) রিপোর্ট পাঠানো হয়েছিল তা নাকি ছিল অসম্পূর্ণ! ভিসেরা রিপোর্ট ঠিক করে সংরক্ষিতই রাখা হয়নি। এইমসের ফরেনসিক বিশেষজ্ঞরা ভিসেরার মাত্র কুড়ি শতাংশ সংগ্রহ করতে পেরেছিলেন!
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, মুম্বাই পুলিশ অথবা তদন্তকারী মেডিকেল টিমের নেগলিজেন্সের প্রভাব ফুটে উঠেছে সুশান্ত সিং রাজপুত এর ময়নাতদন্তের রিপোর্টে।
এর আগে এইমসের ফরেনসিক বিশেষজ্ঞরা জানান যে সুশান্তের ভিসেরা নমুনা সঠিকভাবে সংরক্ষিত করা হয়নি। সংগৃহীত ভিসেরার মাত্র কুড়ি শতাংশ পৌঁছেছে এইমসের কাছে। এর ফলে বিশেষজ্ঞদের পক্ষে সুশান্তের ভিসেরা নমুনা পরীক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এই প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, এই গাফিলতির জন্য মুম্বাই পুলিশ কর্তৃপক্ষ এবং কুপার হাসপাতালই(Cooper Hospital) দায়ী। মুম্বাইয়ের কালিনা ফরেনসিক ল্যাব সংগৃহীত ভিসেরার ৭৫% ময়না তদন্তের সময় ব্যবহার করে ফেলেছে।
এদিকে সিবিআই যে গোটা ঘটনাটি তদন্ত করছে তার অনেকটাই কিন্তু নির্ভর করবে এইমসের দেওয়া রিপোর্টের উপর।ফলে সমস্যা একটা তৈরি হয়েছে এবং যার জন্য সম্পূর্ণ দায়ী মুম্বাই পুলিশ এবং কুপার হাসপাতাল।