“আমরা কেনও এই বিষয়ে কথা বলছি না”, ভারতে কৃষক আন্দোলনের ছবি টুইটারে পোস্ট করে এমন মন্তব্যই করেছিলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা রিহানা। আর তারপরই বিচর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এই জনপ্রিয় গায়িকা। তাঁর সমর্থনে অথবা বিপক্ষে মুখ খোলে প্রায় গোটা ভারত! দিল্লি পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা ঠোকে রিহানার বিরুদ্ধে।
আর এবার একবার ফের ভারতের হিন্দু ধর্মীয় ভাবাবেগে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রিহানা। তাঁর নতুন টুইটার পোস্ট ঘিরে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ টুইটারে যে ছবি গায়িকা পোস্ট করেছেন, সেখানে তাঁর গলায় ঝুলছে মা দুর্গার আদরের সন্তান সিদ্ধিদাতা গণেশের মূর্তি, অথচ তাঁর শরীরের উর্ধাঙ্গ সম্পূর্ণ উন্মুক্ত। টপলেস ছবিতে গলায় দুটি হার পরা অবস্থায় দেখা গিয়েছে রিহানাকে।
এর আগেও বহু বিতর্কিত ছবিতে ধরা দিয়েছেন রিহানা। চিরাচরিত কনফিডেন্ট পপ তারকার এই ছবিতে 1 ঝলক ধরা পরেছে, হাত ভর্তি এবং স্তনের নীচে ট্যাটু শোভা পাচ্ছে। বুকে ঝুলছে হালকা বেগুনি বা পানাফুল রঙের একটি বিডসের হার এবং রুপোলি রঙা চেন থেকে নাভির কাছ পর্যন্ত ঝুলে রয়েছে গণেশের একটি পেনডেন্ট।
when @PopcaanMusic said “me nuh wan ya wear no lingerie tonight fa me girl” @SavageXFenty pic.twitter.com/bnrtCZT7FB
— Rihanna (@rihanna) February 15, 2021
Related Posts
এই পোস্টের ক্যাপশনে হলিউডের ‘ব্যাড গার্ল’ পপতারকা পপকনের একটি গানের লাইন উদ্ধৃত করেন। পপকনের ‘ফরএভার’ অ্যালবমের ‘নেকেড’ গানের লাইনটির বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘হে কন্যা, আমি চাই না আজ রাতে তুমি আমার জন্য অন্তর্বাস পর’।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২রা ফেব্রুয়ারি নিজের টুইটার হ্যান্ডেলে রিহানা ভারতের কৃষক বিক্ষোভ সংক্রান্ত সিএনএন-এর খবরের একটি লিঙ্ক টুইটারে পোস্ট করে লেখেন- ‘আমরা এটা নিয়ে কথা বলছি না কেনও?’ সেখানে ভারত সরকারের হাতে কৃষকদের মানবাধিকার ছিনিয়ে নেওয়ার কথা লেখা রয়েছে। ১০১ মিলিয়ান মানুষ যাঁকে টুইটারে ফলো করেন, সেই রিহানার এক লাইনের টুইট ভারতের কৃষক আন্দোলনকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেয়। যার জেরে রীতিমতো ড্যামেজ কন্ট্রোলে নামে বিদেশ মন্ত্রক। এবার নয়া বিতর্কে জড়ালেন তারকা।
তবে এই প্রথম ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেনি রিহানার বিরুদ্ধে। এর আগে ২০১৩ সালে আবু ধাবির শেখ জায়েদ মসজিদের কাছে ‘কুরুচিকর’ ফটোশ্যুটের অভিযোগ উঠেছিল রিহানার বিরুদ্ধে। এছাড়াও রিহানার নিজস্ব ব্র্যান্ড সেভেজ এক্স ফেন্টি লনজারি-এর শো চলাকালীন একটি গানের ভিডিয়ো চলছিল, সেখানে হাদিস লেখা ফুটে উঠায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন রিহানা। এবার গণেশ মূর্তি বুকে ঝুলিয়ে টপলেস ছবি পোস্ট করায় হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল ভারতের বিতর্কিত তকমা প্রাপ্ত গায়িকার বিরুদ্ধে।