‘গানটাকে সুশীলভাবে ধ’র্ষ’ণ করার জন্য অনেক ধন্যবাদ’, বেসুরো গলায় ‘শ্রীভাল্লি’ গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড বাংলাদেশের হিরো আলম

এমন বেশ কিছু ইউটিউবার রয়েছেন, যারা নিজেরা সেরকম প্রতিভাশালীই নন, কিন্তু তবুও জোর করে নানান উদ্ভট কাজকর্ম করে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হতে চান তারা। জোর করে মানুষকে হাসাতে গিয়ে একসময় নিজেই হাসির খোরাকে পরিণত হয়ে যান।
ভারতে যেমন রয়েছেন ঢিনচ্যাক পূজা। নিজে গানের ‘গ’ও জানেন না। তাঁর গলায় কোনও সুরও নেই, কিন্তু তবুও তাঁকে গান গাইতে হবে। এমনই এক নমুনা হলেন বাংলাদেশের হিরো আ,লম। এর আগে অদ্ভুত ধরণের অভিনয় করে তিনি খবরের শিরোনামে উঠে এসেছিলেন। আর এবার তিনি গান গাওয়াও শুরু করেছেন, যার জেরে ফের তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে।
কিছুদিন আগেই তিনি জানান যে বাংলাদেশে কেউ তাঁকে কাজ দিতে চাইছে না, তাঁকে নাকি বাঁদর বলে অপমান করা হয়েছে। আর এই কারণে তিনি এবার শুধু টলিউডেই কাজ করবেন বলে জানান। এই নিয়ে নানান হাসাহাসিও হয়।
বর্তমানে পুষ্পা জ্বরে মেতেছে নেট জনতা। এই ছবির ‘উ অন্তভা’, ‘ সামি সামি’, ‘শ্রীভাল্লি’ নানান গানে নেচে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এবার সেই হাওয়াতে গা ভাসালেন হিরো আলমও। তবে নাচ নয়, এই গানটি গেয়ে ফেলেছেন তিনি।
সম্প্রতি, হিরো আলমের একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। তাতেই তাঁকে ‘শ্রীভাল্লি’ গানটি গাইতে শোনা গিয়েছে। সম্পূর্ণ বেসুরো গলায় গানটি গেয়েছেন তিনি। আর তিনি আদৌ কী গেয়েছেন, তা ভালোভাবে বোঝাও যাচ্ছে না। ম’দ্য’প অবস্থায় সাইকেল নিয়ে একটি ব্রিজের উপর উঠে এই গানটির ভিডিও শুট করেছেন তিনি।
তাঁর এই গান শুনে রীতিমতো কানে হাত দিতে হয়েছে নেটবাসীদের। একজন তো লিখেই দিয়েছেন, “সুশীলভাবে গানটির ধ’র্ষ’ণ করার জন্য অনেক ধন্যবাদ। আপনি সত্যিই লেজেন্ড”। এমন নানানভাবে কটাক্ষ করে ট্রোল করা হয়েছে হিরো আলম।