করোনা পরিস্থিতির মধ্যে কেমন কাটল তারকা জামাইদের জামাইষষ্ঠী, দেখে নিন

একে তো করোনা কাল, এর উপর দোসর লকডাউন। কিন্তু সব বাধা পেরিয়ে জামাইষষ্ঠী ঠিক পালন হওয়া চাই। বছরের একটা দিন বলে কথা। বেশ জমিয়েই জামাইষষ্ঠীর ভোজ খেলেন জামাইরা। কেউ তো ভারচুয়ালি। দেখা যাক তারকা জামাইদের জামাইষষ্ঠী কেমন কাটল-
বিয়ের পর এটাই ছিল ইমন-নীলাঞ্জনের প্রথম জামাইষষ্ঠী। তাই এক এলাহি খাওয়াদাওয়া যে হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
করোনা কালে, যশ পরবর্তী সময়ে নানান জায়গায় ত্রাণ বিলিতে ব্যস্ত ই,ম্ন। তবে আজকের দিনে পরিবারের সকলের সঙ্গে আনন্দে মেতে উঠলেন তিনি।
বিয়ের পর নীল ও তৃণারও এটা প্রথম জামাইষষ্ঠী। নতুন জামাইয়ের জন্য দারুণ খাবারদাবারের ব্যবস্থা করেছিলেন নীলের মা-বাবা।
জামাইষষ্ঠী বলে কথা, শাড়ি পরে সেজেগুজে নীল ও মা-বাবার সঙ্গে পোজ দিলেন তৃণা।
ভার্চুয়াল মাধ্যমে জামাইষষ্ঠী পালন করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। দূরে থাকলেও জামাইষষ্ঠীতে খাওয়াদাওয়ার আয়জনে কোনও কমতি হয় নি তাঁর।
কিছুমাস আগেই বিয়ে হয়েছে গৌরব ও দেবলীনার। নতুন জামাই গৌরব। এদিন কালো পাঞ্জাবী পরেই শ্বশুরবাড়ি গেলেন তিনি। মাছের পদ, মাংস, দই, মিষ্টি, পায়েস কী না পড়েনি জামাইয়ের পাতে।
এবারের জামাইষষ্ঠী অনেকটাই অন্যরকম ঋদ্ধিমার জন্য। কিছুদিন আগেই করোনায় মাকে হারিয়েছেন তিনি।
তবে ঋদ্ধিমার বাবাই যেন এদিন হয়ে উঠল গৌরবের শাশুড়িও। যত্ন ভরে জামাইয়ের জন্য সবকিছু আয়োজন করলেন তিনি। ঋদ্ধিমাই সেইসব ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।