বিনোদন

এখনো প্রথম বিয়ের এক বছরও হল না, এর মধ্যেই দ্বিতীয়বার বিয়ে করতে চাইছেন গায়িকা ইমন চক্রবর্তী!

গত বছর ফেব্রুয়ারি মাস নাগাদ বিয়ের পিঁড়িতে বসেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। কিন্তু এখন জানা যাচ্ছে তিনি আবার বিয়ে করতে চাইছেন।হঠাৎ এমন কি হলো যে প্রথম বিয়ের এক বছরের মধ্যেই তিনি দ্বিতীয় বিয়ের কথা ভাবছেন? এমনটাই প্রশ্ন জেগেছে তার অনুরাগীদের মনে।

যদিও জানিয়ে রাখি তিনি বিয়েটা দ্বিতীয় বার করতে চাইছেন তার স্বামী নীলাঞ্জন এর সঙ্গেই। কিন্তু হঠাৎ তার স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছা তার কেন হল? আসলে এই বিয়ের মৌসুমে সারেগামাপা থেকে মুক্তি পাচ্ছে ইমন চক্রবর্তীর নতুন বিয়ের গান।

যেখানে প্রথমবার জুটি বেঁধেছেন ইমন চক্রবর্তী এবং অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। রানী রাসমণি ছাড়ার পর আবার ক্যামেরার সামনে দেখা যাবে রোশনিকে। এই নতুন গানের পোস্টার পোস্ট করে সুখবরটা দিয়েছেন ইমন চক্রবর্তী নিজেই। ইমনের এই পোস্ট দেখে জনপ্রিয় সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র কমেন্ট করেন যে, এর জন্য নতুন করে বিয়ে করতে হবে কি? তার উত্তরে মজার ছলেই ইমন লেখেন গিফট পাওয়ার জন্য আমি আর নীলাঞ্জন আরেকবার করবো ভাবছি। তাদের এই মজার কথোপকথন দেখে ভীষণ আনন্দ পেয়েছেন ইমনের অনুরাগীরা।

Related Articles

Back to top button