বিনোদন

‘রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের ভক্তরা খুব বাজে কাজ করেছে!’ কো-স্টারের সমর্থনে একবছর পর মুখ খুললেন ইমরান হাশমি, ক্ষিপ্ত নেটিজেনরা

এক বছর আগে সুশান্ত সিং রাজপুত পৃথিবী ছেড়ে চলে যান চিরতরে। তারপরে অনেক জল ঘোলা হয়েছে। মাদকচক্র যোগ থাকায় গোটা বলিউডকে চলে যেতে হয়েছিল কাঠগড়ায়। সুশান্তর বান্ধবী রিয়া চক্রবর্তী কে রীতিমত ডাইনি আখ্যা দেওয়া হয়েছিল। আর এবার প্রায় এক বছর পরে রিয়া চক্রবর্তীর সমর্থনে মুখ খুললেন ইমরান হাশমি! কিন্তু হঠাৎ এখন কেন?

তার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নিয়ে গত বছর কাটাছেঁড়া কম হয়নি। অধিকাংশ মানুষই রিয়াকে দায়ী করেছিলেন সুশান্তের মৃত্যুর জন্য। রিয়া নাকি ক্রমাগত মাদক দিয়ে সুশান্ত সিং রাজপুতকে নেশাগ্রস্ত করিয়ে তার টাকা-পয়সা এবং দামী জিনিসপত্র হাতিয়েছেন, এরকমটাই উঠেছিল অভিযোগ। সুশান্তের পরিবারের তরফ থেকেও রিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। একমাস বাইকুল্লা জেলে কাটিয়েও ফেলেছেন রিয়া।

আগামী ২৭শে আগস্ট মুক্তি পেতে চলেছে চেহরে বলে একটি বলিউড সিনেমা। যেখানে অভিনয় করেছেন ইমরান হাশমি অমিতাভ বচ্চনের মত তারকারা। আর এই সিনেমাতেই দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। বহুদিন পর বড়পর্দায় আবার দেখা যাবে নায়িকাকে।

আরে এবার সিনেমা মুক্তির আগে রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ালেন তার সহকর্মী ইমরান হাশমি। গত বছর যে ভাবে বিভিন্ন মিডিয়ায় এবং সুশান্ত সিং রাজপুতের ভক্তরা রিয়ার ওপর ক্রমাগত আক্রমণ চালাচ্ছিলেন এবং তাকে ডাইনি পর্যন্ত আখ্যা দিয়েছিলেন তাদের এক হাত নিলেন ইমরান।

একটি সাক্ষাৎকারে তিনি জানান, ‘আপনারা তো একটি পরিবারের জীবন প্রায় ধ্বংস করেছেন এবং কিসের জন্য? কারণ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কিছু অনুমান। যার ওপর ভিত্তি করে মিডিয়ার একটি অংশ তাঁকে দোষী সাব্যস্ত করতে ঝাঁপিয়ে পড়ল? আমি মনে করি এটি সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত এবং খুব অন্যায়। আমি কল্পনাও করতে পারিনা তারা কিসের মধ্য দিয়ে গিয়েছেন। তাই এসব বাদ দিয়ে আপনারা প্রকৃত রিপোর্টিং কেন করেন না?’ স্বাভাবিকভাবেই তার গলায় ক্ষোভের সুর স্পষ্ট।

যদিও ইমরানের এই বক্তব্য শুনে ফের চটেছেন সুশান্তের অনুরাগীরা। তারা বলছেন যে, এত দিন হয়ে গেল ইমরান কিছু বলেননি কিন্তু যেই ছবি মুক্তি পেতে চলেছে তখনই রিয়ার স্বপক্ষে মুখ খুলেছেন তিনি যেটা একদমই ঠিক নয়। যদিও ইমরান পাল্টা এখনো এই বিষয়ে কিছু বলেননি।

debangon chakraborty

Related Articles

Back to top button