Japani Doll Webseries Hoichoi Watch Online Full HD

লঞ্চ হয়ে গেলো “জাপানি টয়” এর দ্বিতীয় পর্ব “জাপানি ডল/Japani Doll“। “জাপানি টয়” ওয়েব সিরিজ “সেক্স” কমেডি এর জনপ্রিয়তার নিরিখে ১৫ই অগাস্ট “হইচই ” নিয়ে আসছে সেই “জাপানি টয়” এর দ্বিতীয় পর্ব “জাপানি ডল“। ইতিমধ্যে “জাপানি ডল ” মানুষ এর মন কাড়তে সক্ষম হয়েছে এমন টাই জানা গিয়েছে “হইচই/Hoichoi” এর পক্ষ থেকে।
আরও পড়ুন – ভারতীয় পোশাকে নতুন ফটোশুট সানি লিওনের।
মানুষের মনে যে যৌনতা নিয়ে মনোভাবনা ছিল সেটাই পরিবর্তন করে ছিল “জাপানি টয়” গল্পে নায়ক উত্তর কলকাতায় “সেক্স টয়” এর দোকান খুলতে চান । মানুষের মনে যেই যৌনতা নিয়ে জড়তা আছে সেটি এই ওয়েব সিরিজ কাটাতে সক্ষম হয়ে ছিলো ।
আরও পড়ুন – শ্রেয়া ঘোষাল এবং লেডি গাগা ছাড়া আর কারোর সঙ্গেই গান গাইতে চাননা নোবেল৷
এবারের গল্পে “সেক্স টয়” নয় “সেক্স ডল” এর দোকান নায়কের এবং তিনি উত্তর কলকাতার ঘরে ঘরে মানুষের সুখের জন্য “জাপানি সেক্স ডল” পৌঁছে দিতে চান ।
মানুষের একাকিত্ব কাটাতে চান এই সেক্স ডল দিয়ে। এই ওয়েব সিরিজ এর পরিচালক সৌমিক চট্টোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী । এই ছবির মুখ্য অভিনয়ে আছেন রাজদীপ গুপ্ত, ইশা সাহা, রজত গাঙ্গুলি এবং কৌশিকী গুহ ।
আরও পড়ুন – ভূতেদের ক্ষতিপূরণ বাবদ ২০ লক্ষ টাকা জরিমানা রাজ্য সরকারের৷
বিপুল সাফল্য পাওয়ার পর “জাপানি ডল” এর তৃতীয় পর্ব কবে আসছে এখন মানুষ সেটারই অপেক্ষায় ।