‘বাড়ি ঢুকে মেরে আসব, মেয়েবাজ, ক্যাসানোভা কোথাকার…’, রণবীর-আলিয়া জুটিকে পরোক্ষভাবে আক্রমণ কঙ্গনার, কিন্তু কী এমন ঘটল হঠাৎ?

কঙ্গনা রানাওয়াত আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক। এমনও বলা হয়, কঙ্গনা যেদিকে যায় বিতর্কও তাঁর পিছু নেয়। সদ্যই টুইটারে প্রত্যাবর্তন ঘটেছে বলিউডের কন্ট্রোভার্সি কুইনের। আর টুইটারে ফিরেই তিনি অভিযোগ করেছেন যে তাঁর বিরুদ্ধে নাকি গুপ্তচরবৃত্তি করা হচ্ছে। এক তারকা দম্পতিকে এই নিয়ে কাঠগড়ায় তোলেন কঙ্গনা।
টুইটারে রীতিমতো হুমকির সুরেই কঙ্গনা লেখেন, “যে সব মানুষ এর নেপথ্যে রয়েছে তাঁদের উদ্দেশে আমার হুঁশিয়ারি বাড়ি ঢুকে মেরে আসব। আমায় পাগল ভাবতে পার, তুমি আসলে জানই না আমি কতদূর পাগলামি করতে পারি”।
এর আগে একটি পোস্টে বলিউডের ওই দম্পতিকে উদ্দেশ্য করে বলিউডের কন্ট্রোভার্সি কুইন লিখেছিলেন, “আমি নিশ্চিত আমার হোয়াটস অ্যাপের তথ্য ফাঁস করা হচ্ছে। এমনকি আমাএর ব্যক্তিগত জীবনের খুঁটিনাটিও ফাঁস হয়ে যাচ্ছে। ওই নেপো মাফিয়া ক্লাউন একবার আমার বাড়ির দরজাতেও এসেছিল”।
এখানেই থামেননি অভিনেত্রী। বিখ্যাত ওই স্বামী-স্ত্রী জুটির স্বামীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “ও তো মেয়েবাজ (ওম্যানাইজার)। ক্যাসেনোভা… এখন নিজের বউকে প্রযোজক হতে বাধ্য করছে। মহিলাকেন্দ্রিক ছবি করাচ্ছে। বউকে আমার মতো সাজাচ্ছে। এমনকি বাড়ির অন্দরসজ্জাও আমার মতো করাচ্ছে”।
কঙ্গনা এও বলেন যে ওই তারকা দম্পতি নাকি সদ্য়ই মা-বাবা হচ্ছেন। যদিও কঙ্গনা কারোর নাম উল্লেখ করেন নি, তবুও অনেকেরই ধারণা কঙ্গনা রণবীর-আলিয়ার কথা বলছেন। কারণ এই তারকা দম্পতিই সদ্য মা-বাবা হয়েছেন আর আলিয়া গত বছর নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন। এমনকি, তাঁর সেই প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘ডার্লিংস’ আবার নারীকেন্দ্রিক ছবি। যদিও ওই দম্পতির বিরুদ্ধে কঙ্গনা যেসমস্ত অভিযোগ এনেছেন, তা আদৌ কতটা সত্যি, এর প্রমাণ মেলেনি।
মাঝেমধ্যেই নানান বিতর্কে জড়িয়েই থাকেন কঙ্গনা রানাওয়াত ।এবারও তাঁর এই অভিযোগ নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে। শেষ কঙ্গনাক দেখা গিয়েছিল ‘ধকড়’ ছবিতে। ছবিটি হাইবাজেটের হলেও, বক্সঅফিসে তা মারাত্মক খারাপ ফল করে। টিকিট বিক্রি করে ছবির সিকিভাগ টাকাও অথেনি। যদিও সে ব্যর্থতা অতীত। আপাতত নিজের পরবর্তী ছবি ‘এমারজেন্সি’ নিয়ে ব্যস্ত কঙ্গনা।