আমির-কিরণ বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে জোর চর্চা, মুসলিম সমাজের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন কঙ্গনা রানওয়াত

বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আমির খান গত শনিবারই হঠাৎ স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে নিজের বিবাহবিচ্ছেদের খবর ঘোষণা করেন। স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গেই যৌথভাবে এটি বিবৃতি জারি করে এই খবর প্রকাশ্যে আনেন তারা। এমন একটি খবরে আমির খানের ভক্তরা তো বটেই, গোটা বলিউড ইন্ডাস্ট্রিই হতবাক।
এবার এই প্রসঙ্গ নিয়ে দিন দুয়েক পর কোনও মন্তব্য করলেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। মুসলমানদের প্রতি বেশ ক্ষোভ জাহির করে ইনস্টাগ্রামে স্টোরিতে তিনি লেখেন, “একসময় পঞ্জাবের বেশিরভাগ পরিবারে এক ছেলেকে হিন্দু এবং অন্য জনকে শিখ করার প্রথা ছিল। হিন্দু ও মুসলমান বা শিখ ও মুসলমানদের মধ্যে এ জাতীয় প্রবণতা দেখা যায়নি। আমির খান স্যারের দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের পরে আমি ভাবলাম যে কেন আন্তঃধর্মীয় বিবাহের ক্ষেত্রে বাচ্চারা সবসময়ই মুসলমান পরিচিতি পায়। মহিলারা কেন হিন্দু থাকতে পারেন না? সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরও এটি পরিবর্তন করা উচিত। হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, এবং নাস্তিকরা যদি এক পরিবারে একসঙ্গে থাকতে পারে তবে মুসলমানরা কেন নয়? সর্বোপরি, মুসলমানকে বিয়ে করার জন্য কেন কাওকে ধর্ম পরিবর্তন করতে হবে?”
আরও পড়ুন- একেবারে চুপচাপ হয়ে গেলেন জেনেলিয়া, রিতেশের সঙ্গে ঝগড়া? প্রশ্ন নেটিজেনদের
বলে রাখি, ২০০৫ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির খান। তাদের ছেলের নাম আজাদ। কিরণের আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। সেই বিয়ে ভেঙে যায় ২০০২ সালে। প্রথম বিয়ে থেকে আমিরের দুই সন্তান রয়েছে। দুই সন্তানই রিনার কাছে বড় হচ্ছে।