বিনোদন

‘কারোর বাবার ক্ষমতা থাকলে আমাকে আটকাক’, কঙ্গনার টুইটের পাল্টা জবাব শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এর অস্বাভাবিক মৃত্যুর পরে যে বলিউড অভিনেত্রী গোটা ঘটনাটি নিয়ে সবচেয়ে বেশি সরব তিনি হলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranawat)। তিনি সুশান্তের মৃত্যুর পর থেকেই দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন মুভি মাফিয়াদের নিয়ে। সম্প্রতি তিনি গোটা ঘটনার মাদক নিয়ে মুখ খুললেন এবং বলিউডের দুই অভিনেতা রণবীর এবং ভিকি কৌশলের ড্রাগ টেস্ট করাতে বলেছিলেন। তবে তাঁর সাম্প্রতিক মন্তব্যে তিনি আগুনে ঘি ঢেলেছেন। তাঁর দাবি ছিল, শিবসেনা (Shivsena) সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Routh) তাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। মুম্বই কি তাহলে পাক অধিকৃত কাশ্মীর হয়ে গেল?

তার এই মন্তব্যেই মুম্বইবাসীরা অত্যন্ত ক্ষিপ্ত হয়েছেন এবং এমনকি বলিউডের বেশ কিছু তারকাও তার বিরুদ্ধে মুখ খুলেছেন। জায়গায় জায়গায় চলছে কঙ্গনার নামে কুশপুতুল পোড়ানো থেকে তার বিরোধিতা করে দেওয়ালে গ্রাফিটি আঁকা। যদিও তাতে কঙ্গনার কিছু ফারাক করেছে বলে মনে হচ্ছে না কারণ কঙ্গনা ফের টুইট করেছেন যে, তিনি আগামী ৯ই সেপ্টেম্বর মুম্বই বিমানবন্দরে পা রাখছেন এবং তার সময় তিনি জানিয়ে দেবেন। কারো বাবার ক্ষমতা থাকলে তাকে যেন আটকে দেখায়।

এই টুইটের পরেই সঞ্জয় রাউত সংবাদমাধ্যমের সামনে বলেছেন, ওনাকে কে ধমকাচ্ছে? খামোখা ধমকাতে যাবে কেন? উনি আসলে আসবেন, কে আটকাতে যাচ্ছে ওনাকে? স্পষ্টতই তাঁর চোখে-মুখে তখন বিরক্তি ধরা পড়ছে।

গোটা ঘটনায় বিজেপিও (BJP) যে কঙ্গনার পাশে নেই তা মুম্বইয়ের বিজেপি থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির থেকে সাফ বলা হয়েছে, মুম্বই ও মুম্বইবাসীদের কে নিয়ে কঙ্গনাকে মাথা ঘামানোর কোন প্রয়োজন নেই।

যদিও যেভাবে শিবসেনা বনাম কঙ্গনা রানাওয়াত লড়াই শুরু হয়েছে তাতে এরকমটা মনে করার কোন কারণ ঘটেনি বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে যেভাবে গোটা ঘটনায় কঙ্গনা মুম্বইকরদের রাগিয়ে তুলেছেন তাতে মুম্বই এসে তিনি কীসের সম্মুখীন হবেন সেই নিয়ে কোনোরকম গ্যারান্টি দেওয়া যাচ্ছে না।

সুশান্তের মৃত্যুর পর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন কঙ্গনা রানাওয়াত। এবার একেবারে মহারাষ্ট্র সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি। চ্যালেঞ্জ ছুড়েছেন শিবসেনার উদ্দেশ্যে। পাল্টা জবাব দিয়েছেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত।

debangon chakraborty

Related Articles

Back to top button