বিনোদন

কৃষক আন্দোলনে ১০০ টাকায় ভাড়া মিলছে শাহীনবাগের দাদি! বিতর্কিত মন্তব্য করে নেটিজেনদের রোষের মুখে কঙ্গনা!

বিজ্ঞাপন

তিনি দেশের কোন‌ও বিষয়েই মুখ চুপ করে থাকতে পারেন না। মন্তব্য করা ও মন্তব্য পরবর্তী বিতর্কে জড়ানো তাঁর স্বভাবজাত। আর এতে এতটাই অভ্যস্ত তিনি যে দেশের সংবেদনশীল বিষয়গুলোতেও নিজের কটু মন্তব্য করতে পিছপা হন না বলিউডের অন্যতম বিতর্কিত শক্তিশালী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
লভ জেহাদ থেকে শুরু করে কৃষকদের প্রতিবাদ সে যাই হোক কঙ্গনার বিতর্কিত মন্তব্য ভিন্ন সেই বিষয় যেন‌ও এক প্রকার নিষ্প্রভ।‌ আর এর জেরে হামেশাই বিতর্কের কেন্দ্রবিন্দুতেও উঠে আসেন নায়িকা। তবে কুছ পরোয়া নেহি। এইরকম তিনি করছেন এবং করবেন‌ও।
এবার কঙ্গনার এক ভুয়ো টুইট ঘিরে শোরগোল পড়েছে টুইটারে। মাইক্রোব্লগিং সাইটে এখন ট্রেন্ডিংয়ে রয়েছে ‘#DaadiSeMaafiMangKangana’।
এর পিছনে মূল কারণ হিসেবে তিনি দেখিয়েছেন সম্প্রতি দিল্লিতে ঘটে চলা কৃষক বিলের প্রতিবাদে মাঠে নেমেছেন ৮২ বছরের বৃদ্ধা বিলকিস বানো, যিনি শাহীনবাগের দাদি হিসাবে পরিচিত। এমনই এখন ভুয়ো খবর টুইটারে শেয়ার করেন কঙ্গনা। যেখানে আরও দাবি করা হয় তিনি নাকি দৈনিক হিসেবে ভাড়া দিলেই আজকাল যে কোনও বিক্ষোভে শামিল হচ্ছেন।

বিজ্ঞাপন

Kangana Ranaut / Twitter

বিজ্ঞাপন

নিজের টুইটার হ্যান্ডেলে কঙ্গনা শাহীনবাগের দাদিকে নিয়ে এই ভুয়ো খবর পোস্ট করে ভিত্তিহীন ভাবে লেখেন- ‘হা হা হা, তিনি সেই দাদি যিনি সবচেয়ে শক্তিশালী ভারতীয় মহিলা হিসেবে টাইম ম্যাগাজিনে জায়গা করে নিয়েছিলেন। আর তাঁকে ১০০ টাকাতেই পাওয়া যাচ্ছে। পাকিস্তানি সাংবাদিকরা ভারতের আন্তর্জাতিক জনসংযোগ আধিকারিককে খুব দুঃখজনকভাবে হাইজ্যাক করেছেন। আমরা চাই আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের হয়ে আমাদের লোকেরাই কথা বলুন’।
যদিও নিজের ভুল বুঝতে পেরে দ্রুত সেই টুইট মুছে ফেলেন কঙ্গনা। তবে নেটিজেনদের তরফে কঙ্গনাকে ক্ষমা চাইতে বলা হয়।তিনি এমন টুইট করে শাহীনবাগের দাদি ও আন্দোলনরত কৃষকদের অপমান করেছেন,দাবি তাঁদের। ‘অন্নদাতা’ কৃষকদের জন্য কঙ্গনার মনে এতটুকুও শ্রদ্ধা নেই অভিযোগ নেটনাগরিকদের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading