বিনোদন

“এই ধর্মকে সমর্থন করেন কী করে?”, মুসলিম মৌলবাদীর হাতে ফ্রান্সে শিক্ষকের মুন্ডচ্ছেদের ঘটনায় সরব কঙ্গনা

বিজ্ঞাপন

সুশান্ত সিং রাজপুত অস্বাভাবিক মৃত্যু মামলায় একের পর এক মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন কঙ্গনা রানাওয়াত। এখন সে প্রসঙ্গ ঝিমিয়ে গিয়েছে তবে নিজের মুখ খোলা অবতার বদলে ফেলেন নি বলিউডের কুইন।

বিজ্ঞাপন

শুক্রবার প্যারিসের রাস্তায় “আল্লাহু আকবর” ধ্বনি দিয়ে এক শিক্ষকের মুন্ডচ্ছেদ করে এক মুসলিম মৌলবাদী। জানা যায় যে ওই অধ্যাপক পড়ুয়াদের বাকস্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতার শিক্ষা দিতে হজরত মহম্মদের একটি কার্টুন দেখিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে শিক্ষককে মাথা কেটে খুন করে এই মুসলিম মৌলবাদী।তাকে আটক করতে গেলে ধারাল অস্ত্র নিয়ে পুলিশ অধিকারিকদের প্রাণে মারার হুমকি দেয় সে। বাধ্য হয়ে শেষমেশ ওই বন্দুকধারীকে গুলি করে নিকেশ করেন নিরাপত্তারক্ষীরা। আজ এই ঘটনায় নিজের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলিউড অভিনেত্রী। মুসলিম ধর্মের নাম না করলেও তিনি যে এই ধর্ম কে উদ্দেশ্য করে নিজের বক্তব্য রেখেছেন তা স্পষ্ট।

বিজ্ঞাপন

নিজের টুইটার হ্যান্ডেলে ওই অভিনেত্রী লেখেন, “একটি কার্টুনের জন্য এক শিক্ষকের মাথা কেটে ফেলা হল। এই হানাদারেরা আমাদের অতীতের লোকজনদের কী অবস্থা করেছিল তা শুধু আমি কল্পনা করছি। এই ডিজিটাল যুগে এদের আচরণ রাক্ষসের মত।

বিজ্ঞাপন

আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি যে, এই ধর্ম এত অসহিষ্ণু। পুরুষতান্ত্রিক এই ধর্মে মহিলা, প্রাণী, প্রকৃতি কারোরই উপাসনা করা হয় না অথচ আজকের দিনে এই ধর্ম কিন্তু সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ধর্ম। অনেক বুদ্ধিজীবীও এই ধর্মকে সমর্থন করেন। এটা কী করে সম্ভব?” নিজের বক্তব্য শেষ করেন কঙ্গনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading