বিনোদন

চীনকে বয়কটের পথে কার্তিকও, OPPO-র কয়েক কোটি টাকার বিজ্ঞাপন ফিরিয়ে দিলেন তিনি

বিজ্ঞাপন

এবার চীনা পণ্য বয়কটে নাম লেখালেন কার্তিক আরিয়ান। সরকারি নির্দেশে গুগল প্লে স্টোর থেকে আগেই সরিয়ে ফেলা হয়েছে ৫৯টি চীনা আপ। গালওয়ান সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর থেকে চীনা সামগ্রী বয়কটের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। এবার বলিউডের প্রথম তারকা হিসেবে চীনা পন্য বয়কটের এই আন্দোলনে সামিল হলেন কার্তিক আরিয়ান।

বিজ্ঞাপন

দিন কয়েক আগেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফে বলিউড তারকাদের কাছে আবেদন করা হয়েছিল তারা যাতে কোনওরকম চীনা পন্যের প্রচার বা বিজ্ঞাপন না করেন। তাই এবার কার্তিক আরিয়ান চীনা মোবাইল ফোন সংস্থার সঙ্গে কয়েক কোটি টাকার চুক্তি বাতিল করেছেন।

বিজ্ঞাপন

গত কয়েক বছর ধরেই চীনা মোবাইল ফোন ওপো( OPPO)-র ব্রান্ড অ্যাম্বাসাডার রয়েছেন কার্তিক। এক সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, কার্তিক Oppo-র সঙ্গে সব চুক্তি বাতিল করেছেন। ভারত-চীন সংঘর্ষ এবং সীমান্তে ভারতীয় সেনাদের আত্মবলিদানের প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন কার্তিক’। গত ১৮ই জুন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের পক্ষ থেকে ভারতীয় তারকাদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখা হয়, যেখানে তাদের কাছে চীনা পণ্যের প্রচার না করবার আবেদন জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

এব্যাপারে কার্তিক আনু্ষ্ঠানিকভাবে কিছু না বললেও অভিনেতার লেটেস্ট ইনস্টা পোস্ট দেখে এই খবরের সত্যতা যাচাই করাই যায়। যেখানে অ্যাপেল কোম্পানির ফোন হাতে ছবি তুলতে ব্যস্ত কার্তিক লেন্সবন্দী হয়েছেন। বক্স অফিসে কার্তিকের শেষ ছবি ছিল লাভ আজ কাল। মার্চ মাসে লকডাউন শুরুর আগে ভুলভুলাইয়া টুয়ের শ্যুটিংয়েও ব্যস্ত ছিলেন অভিনেতা। কিন্তু আপতত মুম্বইয়ে সপরিবারে সময় কাটাচ্ছেন তারকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading