বিনোদন

কৃতীর কারণেই ভাঙে সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক, দুঃসময়ে পাশে না থেকে এখন কেন চোখে জল, প্রশ্ন নেটিজেনদের

গতবছর আজকের দিনেই সকলকে চিরবিদায় জানান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর এক বছরের মৃত্যুবার্ষিকীতে তাঁর বন্ধুরা ও অনুরাগীরা সারাদিন ধরে অজস্র পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া জুড়ে। এঁদের মধ্যে রয়েচেন অভিনেত্রী কৃতী স্যাননও।

গত বছর ১৪ই জুন তারিখেই সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যু নিয়ে ঘনীভূত হয় নানান রহস্য যার জট এখনও কাটেনি। সুশান্তের মৃত্যুর পর থেকেই তাঁকে নিয়ে নানান পোস্ট শেয়ার করে এসেছেন কৃতী।

আরও পড়ুন- চোখে-মুখে বিরক্তির ছাপ স্পষ্ট, তবে কী লোক দেখাতেই সুশান্তের মৃত্যুবার্ষিকীতে তাঁর সঙ্গে ছবি পোস্ট সারার? 

২০১৮ সালে মুক্তি পায় সুশান্ত ও কৃতী অভিনীত ‘রাবতা’ ছবিটি। এই ছবি থেকেই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হয়। তা পৌঁছয় প্রেমের সম্পর্কতেও। শোনা যায়, কৃতীর সঙ্গে সম্পর্কের কারণেই অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভাঙে সুশান্তের। তবে কৃতীর সঙ্গেও সুশান্তের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় নি।

গুঞ্জন শোনা যায়, কৃতীর মা পছন্দ করতেন না সুশান্তকে। এই কারণেই সুশান্তের সঙ্গে সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। আজ, সুশান্তের এক বছরের মৃত্যুবার্ষিকীতে সুশান্ত ও তাঁর ছবি ‘রাবতা’র বেশ কিছু দৃশ্য কোলাজ করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। সঙ্গে লেখেন একটি বেশ আবেগঘন পোস্ট। কৃতীর লেখেন, এটা বেশ দুঃখজনকভাবে অদ্ভুত যে তারা দুজন এখন আলাদা জগতের মানুষ। তবে তবুও সুশান্তকে আজও অনুভূত করতে পারেন তিনি। কৃতী মনে করেন সুশান্ত খুশিতে আছেন ও শান্তিতে রয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Kriti (@kritisanon)

আরও পড়ুন- স্মরণে সুশান্ত! অভিনেতার এক বছরের মৃত্যুবার্ষিকীতে তাঁর বন্ধুদের সঙ্গে ফিরে দেখা কিছু মুহূর্ত

তাঁর এই পোস্টে নানান মানুষ সুন্দর কমেন্ট করলেও সুশান্তের অনুরাগীদের রোষের মুখে পড়েন কৃতী। তাদের দাবী, সুশান্তের যখন দুঃসময় ছিল, তখন তো তিনি তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন, তাহলে আজ যখন তিনি নেই তখন এই চোখের জল ফেলার কারণ কী? কৃতীর এই পোস্ট মোটেই ভালোভাবে নেন নি সুশান্তের অনুরাগীরা।

debangon chakraborty

Related Articles

Back to top button