বিনোদন
লতা মঙ্গেশকরের একানব্বইতম জন্মদিন, শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ

আজ কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের একানব্বইতম জন্মদিন। ভারতের নাইটিঙ্গেল নামে বিখ্যাত এই শিল্পী সাত যুগ ধরে পঁচিশ হাজারেরও বেশি গান গেয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। গোটা বিশ্ব থেকে মিলেছে অজস্র সম্মান। আজ সকাল থেকেই তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন নেটিজেনরা।
বলিউডের মানুষজনও বাদ নেই। বলিউডকে তিনি একটি সুউচ্চ জায়গায় পৌঁছে দিয়েছেন তার কোকিল কন্ঠের মাধ্যমে। প্রথম জীবনে অভিনয় দিয়ে শুরু করলেও পরবর্তীকালে গানই হয়ে ওঠে তার আসল পরিচয়। তাঁর গাওয়া দেশাত্মবোধক গান ‘অ্যায়ে মেরে ওয়াতন কে লোগো’ শুনে স্বয়ং জহরলাল নেহেরু কেঁদে ফেলেছিলেন। ষাট থেকে নব্বইয়ের দশকে তিনি ছিলেন বলিউডের সুর সম্রাজ্ঞী। আজও যার সাম্রাজ্য বিস্তৃত রয়েছে। তার জন্মদিনে টিম গুমজুমের পক্ষ থেকে রইল শ্রদ্ধা ও শুভেচ্ছা।