বিনোদন

‘প’র’কী’য়ার রাইটার’, ‘মোহর’ ধারাবাহিকের জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে ‘জাতীয়’ পুরস্কার পাওয়ায় লীনা গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ নেটিজেনদের

প্রত্যেক দিনের টেলিভিশনে যে সমস্ত ধারাবাহিক দেখা যায়, তাতে অভিনেতা-অভিনেত্রীদের যেমন বড় ভূমিকা রয়েছে, ঠিক তেমনই এই ধারাবাহিকের জন্য বড় ভূমিকা পালন করেন চিত্রনাট্যকারও। কারণ চিত্রনাট্যকারের লেখা গল্পের উপর ভিত্তি করেই গড়ে ওঠে ধারাবাহিকের ভালোমন্দ।

কোনও ধারাবাহিকের গল্পই যদি খারাপ হয়, তাহলে তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরাও সেই ধারাবাহিক টেনে নিয়ে যেতে পারেন না। এমন উদাহরণ আগে অনেক দেখা গিয়েছে। স্টার জলসার বেশিরভাগ ধারাবাহিকেরই চিত্রনাট্য লেখেন লীনা গঙ্গোপাধ্যায়। চিত্রনাট্যকার হিসেবে তাঁর যে ভালোই সুখ্যাতি রয়েছে, তা বলাই বাহুল্য।

তবে এই চিত্রনাট্যের জন্য তাঁকে সোশ্যাল মিডিয়ায় কম রোষের মুখেও পড়তে হয়নি। সম্প্রতি, কালার্স টিভির তরফে বাংলা বিভাগে টেলি অ্যাওয়ার্ডস দেওয়া হয়। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্টার জলসার ‘মোহর’ ধারাবাহিকের জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে ‘জাতীয়’ পুরস্কার পান লীনা গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি, ‘খড়কুট’’ ধারাবাহিকের জন্য সেরা সংলাপ লেখিকা হিসেবেও পুরস্কার পান তিনি।

স্টার জলসা এই সুখবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ঠিকই। তবে একটু ভুল করে ফেলেছে। তারা পোস্টের ক্যাপশনে দেয় ‘খড়কুটো’র নাম কিন্তু ছবি দেয় ‘মোহর’ ধারাবাহিকের নামে।

সে যাই হোক, লীনা গঙ্গোপাধ্যায় এই পুরস্কার পাওয়ায় অনেকেই তাঁকে অভিনন্দন জানালেও, বেশ কটাক্ষও সহ্য করতে হয়েছে তাঁকে। অনেকেই তাঁর এই পুরস্কার মেনে নিতে পারছেন না। আসলে ‘মোহর’ ধারাবাহিকের নায়ক শঙ্খের জীবনে একাধিক নারী এসেছে। কম টিআরপির কারণে এই ধারাবাহিক টিআরপি তালিকা থেকেও ছিটকে যায়। তাই এই ধারাবাহিকের জন্যই লীনা গঙ্গোপাধ্যায়ের সেরা চিত্রনাট্যকারের পুরস্কার মেনে নিউতে নারাজ নেটিজেনরা।

নানান ভাবে লেখিকাকে ট্রোলড করা হয়েছে এই পুরস্কারের কারণে। কেউ কমেন্ট বক্সে লিখেছেন, “লীনা গাঙ্গুলি হলেন প’র’কী’য়া রাইটার”। আবার কেউ লিখলেন, “এই অ্যাওয়ার্ড মোহরের জন্য পাওয়া বেশ হাস্যকর”। অনেকেরই মত, এই পুরস্কার পাওয়ার আসল দাবীদার হলেন অন্য এক চিত্রনাট্যকার সাহানা দত্ত।

সবমিলিয়ে লীনা গঙ্গোপাধ্যায়ের সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পাওয়া যে কেউই ভালো চোখে নেন নি, তা বেশ স্পষ্ট।

Related Articles

Back to top button