বিনোদন

ভাস্বরের মিউজিক ভিডিওতে দেখা মিলবে মাধবী মুখোপাধ্যায়ের, ‘যেন ছেলের শো-তে মা শো-স্টপার’, জানালেন আপ্লুত অভিনেতা

বিজ্ঞাপন

এর আগে অভিনেত্রী লিলি চক্রবর্তীকে দেখা গিয়েছিল এনা সাহা প্রযোজিত মিউজিক ভিডিও ‘লিলি ডোন্ট বি সিলি’তে। এবার পালা বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের নতুন মিউজিক ভিডিওতে দেখা যাবে এই সত্যজিৎ রায়ের অভিনেত্রীকে। এক সংবাদমাধ্যমে ভাস্বর জানান, “এ ছেলের শো-তে মা শো-স্টপার”।

বিজ্ঞাপন

কিছুদিন আগেই একটি কাশ্মীরি বিয়ের গান রেকর্ডিং করেন ভাস্বর। তাঁর সঙ্গী প্রিয়স্মিতা ঘোষ। বাংলায় গানটি গেয়েছেন তিনি। এই গানের মিউজিক ভিডিওর কিছু অংশতেই দেখা যাবে মাধবী মুখোপাধ্যায়কে।

বিজ্ঞাপন

এক সংবাদমাধ্যমে ভাস্বর জানান, “প্রথমে গানের কিছুটা অংশ শ্যুট হয় কলকাতায়। তারপর কাশ্মীরে গিয়েছিলাম। সেখানে কিছুটা অংশ শ্যুট করি। তাতেই যেন অন্য মাত্রা যোগ হয়। বাকিটা কলকাতায় শ্যুটের আগে মনে হয়েছিল, মাধবী আন্টি থাকলে এর জৌলুস হাজার গুণ বাড়বে”।

বিজ্ঞাপন

নিজের ইচ্ছা অনুযায়ী বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেন ভাস্বর। করোনার সংক্রমণ কমলেও, তা নির্মূল হয়ে যায়  নি। এই কারণে ভাস্বর মাধবী মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি যদি চান তাহলে তাঁর বাড়িতেই শুটিং করতে যাবেন অভিনেতা-গায়ক। ফোনে মাধবী বলেন যে তিনি অন্য কাউকে অনুমতি দিচ্ছেন না। কিন্তু ভাস্বর বলেই তাঁকে অনুমতি দিলেন মাধবী। এরপরই শুরু হয় শুটিং।

বিজ্ঞাপন

অভিনেতার কথায়, “বিয়ের গান। মাধবী আন্টি এখানে বধূর প্রতিনিধি। যিনি বয়সে প্রবীণ হয়েও মনে মনে এখনও সলাজ নববধূ! ভিডিয়োর দাবি মেনে আন্টি নিজেকে সুন্দর লাল-সাদা সিল্কের শাড়িতে সাজিয়েছিলেন। কপালে লাল টিপ। ভারী সুন্দর দেখাচ্ছিল ওঁকে”।

নতুন প্রজন্মের চাহিদা মেনে মিউজিক ভিডিওতে কাজ করে কী মাধবী মুখোপাধ্যায় খুশি? অভিনেত্রীর কথায়, “কতটা কী করতে পেরেছি জানি না। তবে ভাস্বরের মিউজিক ভিডিয়োর অংশী হলাম। প্রিয়স্মিতার গানের সঙ্গে আমায় দেখা যাবে। কাজ করে বেশ লেগেছে”। তিনি এও জানান যে ভবিষ্যতে ভাস্বরের সঙ্গে এমন কাজ তিনি অবশ্যই করবেন। তবে অন্যদের বেলায় হয়ত একটু ভেবে দেখবেন তিনি।

বিজ্ঞাপন

এই মিউজিক ভিডিওর শুটিং শেষ। এখন চলছে সম্পাদনার কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসেই দেখা যাবে ‘নববধূ মাধবীকে’।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading