বিনোদন
সেরা অভিনেতা মনোজ বাজপেয়ী ও সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার কঙ্গনা রানাওয়াতের ঝুলিতে, সেরার তালিকায় বাংলা ছবি ‘গুমনামী’

৬৭তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয়েছিল দিল্লির বিজ্ঞানভবনে। উপস্থিত সমস্ত তারকারা। যেখানে সেরা বাংলা ছবির পুরস্কার পেল ‘গুমনামী’। তালিকায় রয়েছে আরও নাম।
এদিকে “মণিকর্নিকা” ও “পঙ্গা” ছবিতে ভাল অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। পাশাপাশি একসঙ্গে সেরা অভিনেতার পুরস্কার গেছে মনোজ বাজপেয়ী ও ধনুশের ঝুলিতে। আজ তাঁদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
এদিন ‘গুমনামী’ ছবির জাতীয় পুরস্কার জিতে নেওয়ার মুহূর্ত টুইটারে শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখার্জি। তিনি লেখেন, “৬৭ তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস। সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে ‘গুমনামী’। পরিচালকের পোস্ট দেখে আবেগপ্রবণ হয়েছেন সকলে। শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অনুরাগীরা।
67th National Awards. #Gumnaami wins Best Adapted Screenplay and Best Bengali Film. 5th individual National Award, 10th for the Team. Congrats to all and thank you for all the love. pic.twitter.com/wHnOE34bxa
— Srijit Mukherji (@srijitspeaketh) October 25, 2021