পিসি শাশুড়ির সঙ্গে উদ্দাম নাচ মিঠাইয়ের, মুহূর্তে ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই জি বাংলা চ্যানেলে শুরুউ হয়েছে নতুন ধারাবাহিক ‘মিঠাই’। জনাইয়ের প্রখ্যাত মিষ্টি মনোহরা। সেই মনোহরার স্বাদ ফের বাংলায় ফেরাতে জন্ম এই ধারাবাহিকের। খুব অল্প দিনের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। টিআরপির দিক দিয়েও শীর্ষে উঠে এসেছে। ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রের অভিনয়ে মুগ্ধ দর্শক।
এই ধারাবাহিকের মূল চরিত্র মিঠাই ওরফে সৌমিতৃষা। জনাইয়ের মেয়ে সে। মিষ্টি বিক্রি করেই সংসার চালাত। ঘটনাচক্রে তাঁর বিয়ে হয় কলকাতার প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী মোদক পরিবারের গম্ভীর ছেলে সিদ্ধার্থ অর্থাৎ সিডের সঙ্গে। তবে সিড তাঁকে মেনে নিতে নারাজ। এদিকে পরিবারের বাকী সদস্যরা চেষ্টায় রয়েছে কীভাবে মিঠাই ও সিডকে কাছাকাছি আনা যায়। এভাবেই তাদের মিষ্টি প্রেম কাহিনী নিয়ে এগোচ্ছে গল্প।
আরও পড়ুন- কোলে রকস্টার ইউভান, মা শুভশ্রীর কোলে চড়েই ফটোশুট সারল ইউভান
তবে এবার মিঠাইকে দেখা গেল সম্পূর্ণ অন্য রূপে। নিজের পিসি শাশুড়ির সঙ্গে রং শাড়ি পড়ে উদ্দাম নাচলেন তিনি। হিন্দি গান ‘শাড়ি কে ফল সা কাভি ম্যাচ কিয়া রে’ গানের সঙ্গে কোমর দোলালেন তিনি। পিসি শাশুড়িও তাঁর সঙ্গে সমান তালে তাল দিয়ে নাচলেন এই গানের সঙ্গে।
View this post on Instagram
তাদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিঠাই ওরফে সৌমিতৃষা। তাদের নাচের এই ভিডিও পোস্ট হতেই বেশ ভাইয়াল হয়ে গিয়েছে। সকলের থেকে বেশ প্রশংসাও কুড়িয়েছে পিসি শাশুড়ি ও বৌমার জুটি।