বিনোদন

দেশদ্রোহিতার অভিযোগ, কঙ্গনা ও রঙ্গোলিকে সমন পাঠাল মুম্বাই পুলিশ!

এবার থানায় হাজিরা দিতে হবে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং বোন রঙ্গোলি চান্ডেলকে। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, আগামী ২৬ ও ২৭শে অক্টোবর দুই বোনকে ডেকে পাঠানো হয়েছে। গত সপ্তাহে মুম্বাইয়ের এক স্থানীয় থানার নির্দেশে কঙ্গনা ও তার বোন রঙ্গোলির বিরুদ্ধে রাষ্ট্রদোহিতা, বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে বিরোধ ছড়ানোর মতো অভিযোগ দায়ের করা হয়েছে।এই অভিযোগের ভিত্তিতেই এবার আগামী সপ্তাহে কঙ্গনা এবং রঙ্গোলিকে থানায় হাজিরা দিতে হবে।

মূলত বলিউডের একজন কাস্টিং ডিরেক্টর এবং ফিটনেস ট্রেইনার মুনাওয়ার আলী সঈদ কঙ্গনা এবং রঙ্গোলির বিরুদ্ধে এই অভিযোগগুলো দায়ের করেছিলেন। এরপর বান্দ্রার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত মুম্বাই পুলিশকে নির্দেশ দিয়েছিল এই অভিযোগ খতিয়ে দেখতে। তার পরেই জানা যায় যে আগামী সপ্তাহে দুই বোনকে হাজিরা দিতে হবে পুলিশের কাছে।

এ ফিটনেস ট্রেইনার এর আইনজীবীর বক্তব্য টানা দু’মাস ধরে নিজের মিডিয়া সাক্ষাৎকারে বলিউডকে বারংবার স্বজনপোষণের আখড়া, দলবাজদের জায়গা বলে অপমান করে যাচ্ছিলেন কঙ্গনা। তাঁর বোনেরও সোস্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করে দুটি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতলব ছিল। গোটা জিনিসটি বলিউডের এই কাস্টিং ডিরেক্টর মেনে নিতে পারেননি তাই কঙ্গনার বিভিন্ন টুইট উল্লেখ করে অভিযোগ দায়ের করেছিলেন থানায়।

মেট্রপলিটান ম্যাজিস্ট্রেট জয়দেও ওয়াই ঘুলে জানান যে, প্রাথমিকভাবে অভিযুক্তরা ধর্তব্য যোগ্য অপরাধ করেছেন। এরপরই তিনি পুলিশকে কঙ্গনা এবং তার বোনের বিরুদ্ধে যথাযথ তদন্ত করার আদেশ দেন। এখন বলিউডের কুইন সামনের সপ্তাহে কী করেন তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সকলে।

debangon chakraborty

Related Articles

Back to top button