বিনোদন

বোঝো ঠ্যালা, প’র্ন ভিডিও কাণ্ডে অভিযুক্ত রাজ কুন্দ্রার বিরুদ্ধে ১৫০০ পাতার চার্জশিট জমা করল মুম্বাই পুলিশ! স্বামীর বিরুদ্ধে সাক্ষী দিলেন স্ত্রী শিল্পা শেঠী!

চলতি বছরের ১৯ জুলাই সারা দেশ জুড়ে চাউর হয়ে গিয়েছিল পর্ন ভিডিও বানানো ও তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা। এই কাণ্ডে অভিযোগ ওঠে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী ওরফে ব্যবসায়ী রাজ কুন্দ্রার উপর। গ্রেফতার হয়েছেন তিনি। তার দু’মাস পরে রাজ কুন্দ্রার বিরুদ্ধে চার্জশিট বানায় মুম্বাই পুলিশ। জানা গিয়েছে, মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকরা ১৫০০ পাতার চার্জশিট জমা দিয়েছে। গোটা ঘটনায় তাঁকেই মূল মাথা বলে দাবি করেছে মুম্বাই পুলিশ।

স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে নানা অভিযোগ আসার সঙ্গে, তার প্রভাব পড়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠীর জীবনেও। যেখানে জানা গিয়েছে ১৫০০ পাতার চার্জশিটের সঙ্গে সাপ্লিমেন্টারি চার্জশিটে শিল্পা শেঠী, শার্লিন চোপড়া-সহ আরও ৪৩ জন ব্যক্তির বয়ানের উল্লেখ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গত এপ্রিল মাস নাগাদ যে, প্রথম চার্জশিট বানানো হয়েছিল তাতে উঠে এসেছিল রাজ কুন্দ্রার নাম।

এই মুহূর্তে এখনও পর্যন্ত জেলে রয়েছেন শিল্পা শেঠীর স্বামী। একাধিকবার জামিনের আবেদন করা হলেও তা নাকচ করে দিয়েছে আদালত। রাজের ব্রিটিশ নাগরিকত্ব আছে বলেও জামিনের আর্জি করা হয়। অনুমানের ভিত্তিতে কাউকে বন্দী করে রাখা ঠিক নয়! গ্রেফতার বেআইনি বলেও আবেদন করা হয়েছিল। কিন্তু এই সমস্ত কিছুই নাকচ করে দিয়েছে আদালত।

এই গোটা বিষয়কে কেন্দ্র করে আদালতের ধারণা, রাজকুন্দ্রা জামিন পেলে সমাজের কাছে ভুল বার্তা পৌঁছাবে। মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, তাঁদের আশঙ্কা রাজ যদি জামিন পায় তবে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। এমনকি ফের আরও একবার ভিডিও বানানোর চেষ্টা রাজ করতে পারেন বলে ধারণা ছিল মুম্বাই পুলিশের। যে কারণে প্রতিবারই জামিন রদ হয়েছে বলি অভিনেত্রীর স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রার।

এদিকে রাজ কুন্দ্রার গ্রেফতারের পর নানা অভিযোগ তাঁকে নিয়ে করা হয়েছে। কখনও মহিলাদের সঙ্গে জবরদস্তি করার, কখনও সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে তাদের দিয়ে বাজে কাজ করানোর মতো অভিযোগ এসেছে রাজ কুন্দ্রার বিরুদ্ধে। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার তরফ থেকে জানানো হয়েছে, এই প’র্ন ভিডিওতে শিকার হয়েছেন যেসব মহিলারা তাঁরা কেউই আর্থিকভাবে তেমন সচ্ছল নয়। তাই মুম্বাই পুলিশের ভয় জামিন পেলে রাজ তাঁদের কাছ থেকে প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন! যে কারণেই রাজ কুন্দ্রাকে জামিন যাতে দেওয়া না হয়, তার কারণ হিসেবে ১৯টি যুক্তি আদালতকে জমা দিয়েছে মুম্বাই পুলিশ।

যবে থেকে প’র্নকান্ডে রাজ কুন্দ্রার নাম উঠে এসেছে, তবে থেকে সংবাদমাধ্যমের চর্চায় রয়েছেন শিল্পা শেঠীর গোটা পরিবার-সহ সকলে। এমনকি আঙ্গুল উঠেছে অভিনেত্রীর দিকেও। যার জন্য কাজ থেকে কিছুদিনের বিরতিতে ছিলেন তিনি। সম্প্রতি আবার শোনা গিয়েছে, ছেলে ও মেয়েকে নিয়ে রাজ কুন্দ্রার বাড়ি থেকে বেরিয়ে এসেছেন অভিনেত্রী।

তিনি মুম্বাই পুলিশের কাছে বয়ান দিয়েছেন যে, এই বিষয়ে কিছুই জানতেন না। পাশাপাশি নেটিজেন-সহ সকলকে অনুরোধ করেছেন তাঁদেরকে একা ছেড়ে দেওয়ার। সবমিলিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন শিল্পা শেঠীর গোটা পরিবার। অন্যদিকে রাজ কুন্দ্রাকে জামিন না দেওয়ার সমস্ত ব্যবস্থা করে রেখেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। যে কারণে বারবার জামিনের আবেদন করা সত্বেও, জামিন পেয়ে উঠছেন না ব্যবসায়ী রাজ কুন্দ্রা। এবার তাঁর উপর নতুন করে চার্জশিট ফাইল হয়েছে। দেখার ফের নতুন কি সামনে আসে!

debangon chakraborty

Related Articles

Back to top button