বিনোদন

ফের ‘নেপোটিজম’-এর ঘনঘটা ইন্ডাস্ট্রিতে! জনপ্রিয় বাবার দৌলতে সহজে সুযোগ পেল মেয়ে! নিজের প্রথম গান নিয়ে পুজোয় হাজির হচ্ছেন নচিকেতা কন্যা ধানসিঁড়ি চক্রবর্তী, শোরগোল সামাজিক মাধ্যমে

‘নেপোটিজম’-শব্দটা খুব ছোটো, কিন্তু এর শক্তি অনেক বেশী। এই একটা শব্দ তোলপাড় করে দিতে পারে গোটা মানুষের জীবন। গত বছর থেকেই শব্দটি ঘোরাফেরা করছে ফিল্ম ইন্ডাস্ট্রির চারিদিকে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এই শব্দটি গেঁথে গিয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বেশি করেই শব্দটি আরও চাউর হয়েছে সকলের মধ্যে। সকলের মনেই ধারণা তৈরি হয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা যেকোন ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে গেলে দরকার কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পরিচয়। অথবা কোনো প্রভাবশালী ব্যক্তির নিকট হওয়া প্রয়োজন। ফের আবার নতুন করে এই শব্দ মাথাচাড়া দিয়ে উঠেছে।

প্রসঙ্গত চলতি বছরের পুজোতে গায়ক নচিকেতা চক্রবর্তীর মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তীর প্রথম সিঙ্গলস আসতে চলেছে। টলিউডের জনপ্রিয় ও পরিচিত মুখ গায়ক নচিকেতার। সঙ্গীতের জগতে তাঁর জনপ্রিয়তা প্রবল। এতদিন ধরে বাবা নচিকেতা চক্রবর্তীর সঙ্গেই এক সুরে গান গেয়ে গিয়েছেন মেয়ে ধানসিঁড়ি। এবার নিজের নতুন সিঙ্গলস রেকর্ডিং সেরে ফেলেছেন টলিউডের এই জনপ্রিয় গায়কের কন্যা। গানটি লিখেছেন পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায় এবং গানটি কম্পোজ করেছেন ইন্দ্রজিৎ দে। এই খবরটি পাওয়া মাত্রই অনেকে খুশি হয়েছেন। আবার অনেকে ফের ‘নেপোটিজম’-এর তকমা তাঁদের গায়ে লাগিয়ে দিয়েছেন।

একদিকে নিজের প্রথম সিঙ্গলস নিয়ে প্রচন্ড মাত্রায় উচ্ছ্বসিত ও উত্তেজিত গায়ক নচিকেতা চক্রবর্তীর মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তী। আগে বহুবার বাবা নচিকেতার সঙ্গে মঞ্চে গান করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি জানিয়েছেন, “আমরা সারাক্ষণই ইন্টারনেট দুনিয়ায় এখন ব্যস্ত থাকি। সব সময়তেই আমরা অনলাইন। কখনও অফলাইন হওয়ার দরকার পড়ে। এই নিয়েই মূলত আমার সিঙ্গলস। এই প্রথম বাবাকে ছাড়া একা গান করেছি। খুবই এক্সাইটেড লাগছে।”

নিজের প্রথম সিঙ্গলস নিয়ে তিনি আরও বলেন, ‘টেনশন তেমন একটা হচ্ছে না। আমার বাবাও প্রথম র‌্যাপ দিয়েই শুরু করেছিল। আমার সিঙ্গলসের মধ্যেও র‌্যাপ ঘরানার মিশ্রণ রয়েছে।’ কিন্তু এদিকে অনেকেরই ধারণা হয়েছে বাবা জনপ্রিয় গায়ক বলে খুব তাড়াতাড়ি সুযোগ পেয়ে গিয়েছেন ধানসিঁড়ি। এটা কি সত্যি? নাকি এটা শুধুমাত্র মানুষের কল্পনা?

বহুবার বাবার সঙ্গে তাঁকে গাইতে দেখা গিয়েছে। অনেকবারই বাবার সঙ্গে স্টেজ পারফরম্যান্স করেছেন। কিন্তু এবার নিজে কিছু করতে চেয়েছেন। শোনা গিয়েছে, কিংবদন্তি শিল্পীও নাকি মেয়েকে জানিয়েছেন, ‘তোর গান, কী ভাবে গাইবি, তুই ঠিক করবি।’ কিন্তু নচিকেতার কন্যার এই নতুন যাত্রায় ‘নেপোটিজম’-এর মেঘ ঘনাচ্ছে। সামাজিক মাধ্যমেও জোরকদমে চলছে চর্চা। কিন্তু এই সমস্ত কিছুর তোয়াক্কা না করে জীবনের নতুন যাত্রা নিয়ে ভাবতে ব্যস্ত নচিকেতা কন্যা ধানসিঁড়ি চক্রবর্তী।

Related Articles

Back to top button