Breaking: গ্রেফতার রিয়া চক্রবর্তী! একটু পরেই হবে মেডিকেল টেস্ট!

তিন দিন টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে এনসিবির (NCB) হাতে গ্রেফতার (arrest) হলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)! বিকেল চারটের সময় এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। সূত্র মারফত জানা গিয়েছে রিয়াকে (Rhea Chakraborty) একটু পরে মেডিকেল টেস্টের জন্য নিয়ে আসা হবে।
আজ মঙ্গলবার তৃতীয় দিনের জেরা করা হচ্ছিল রিয়াকে। ‘পিতৃতন্ত্র নিপাত যাক’ ক্যাপশনের টি-শার্ট পরে যখন রিয়া এনসিবির (NCB) সদরদপ্তরে ঢুকছিলেন, সেই সময় উঠেছিল শোরগোল। তবে কি রিয়া এই ক্যাপশন এর মাধ্যমে কিছু বার্তা দিতে চাইছেন সমাজকে? উঠছিলো প্রশ্ন। আর তার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতারের খবর গোটা ঘটনার মোড় অন্যদিকে ঘোরালো।
এর আগে গত শুক্রবার রাতে তার ভাই সৌভিক চক্রবর্তী (Shoubhik Chakraborty) ও সুশান্তের (Sushant Singh Rajput) হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে আটক করেছিল এনসিবি। যাদেরকে আগামীকাল পর্যন্ত হেফাজতে রাখার কথা। শনিবার সুশান্তের রাঁধুনী দীপেশ সাওয়ান্তকে আটক করে এনসিবি তবে তাকে গ্রেফতার করা হয়নি। তিনি এই মামলার মূল সাক্ষী হিসেবে কাজ করবেন।
যেভাবে রিয়া চক্রবর্তীর উপর এনসিবির চাপ বাড়ছিল তাতে তার গ্রেপ্তার হওয়া সময়ের অপেক্ষা ছিল বলে ধারণা ওয়াকিবহাল মহলের। এছাড়াও রবিবার রিয়া স্বীকার করেছিলেন যে, তিনি ভাইকে দিয়ে মাদক আনাতেন। ফলে তিনি নিজেই নিজের উপর চাপ বাড়িয়ে দিয়েছিলেন।
অন্যদিকে রিয়া আবার সুশান্তের দিদি মিতু সিং এর বিরুদ্ধে সুশান্তের প্রেসক্রিপশন পাল্টে দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন যা মুম্বই পুলিশ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। যদিও সুশান্তের (Sushant Singh Rajput)অস্বাভাবিক মৃত্যু মামলায় মাদক যোগের জন্য রিয়াকে গ্রেফতার করা হয়েছে তবে পরবর্তীকালে আর্থিক তছরূপের দায়ে ইডি এবং এই অস্বাভাবিক মৃত্যুতে ষড়যন্ত্র করার অভিযোগে সিবিআইও রিয়াকে গ্রেফতার করতে পারে বলে ঘনিষ্ঠ মহলে ধারণা। রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।